X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১

রাত পোহালেই পরীক্ষা, এখনও প্রবেশপত্র পাননি এক কলেজের ৪২ পরীক্ষার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ জুন ২০২৪, ২২:০৭আপডেট : ২৯ জুন ২০২৪, ২২:০৭

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আর মাত্র বাকি কয়েক ঘণ্টা। অথচ এখনও প্রবেশপত্র পাননি ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের ৪২ জন পরীক্ষার্থী। ফলে পরীক্ষায় তাদের অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। কোনও উপায় না পেয়ে শনিবার (২৯ জুন) দুপুরে কলেজের প্রধান ফটকে তালা দিয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছেন ওই পরীক্ষার্থীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা।

ওই কলেজের পরীক্ষার্থী আবু তালেব বলেন, ‘আগামীকাল (রবিবার) আমাদের এইচএসসি পরীক্ষা। দুই দিন ধরে আমরা কলেজে ঘুরছি প্রবেশপত্রের জন্য, কিন্তু এখনও পাইনি। উপায় না পেয়ে আমরা কলেজ ঘেরাও করেছি।’

ভুক্তভোগী পরীক্ষার্থীদের প্রশ্ন, ফরম পূরণ বাবদ ৪ হাজার টাকা করে দেওয়ার পরও তারা এখনও কেন অ্যাডমিট কার্ড পায়নি? তবে এ প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

আরেক পরীক্ষার্থী আবু সালেক বলেন, ‘কলেজের ল্যাব সহকারী সাবু স্যারকে আমিসহ সবাই ফরম ফিলাপের টাকা দিই। সে অনুযায়ী সবার ফরম ফিলাপ হলেও আমাদের ৪২ জনের ফরম ফিলাপ হয়নি। সবাই যখন পরীক্ষার শেষ প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন আমরা কলেজে ঘুরতেছি অ্যাডমিট কার্ডের জন্য। এখন আমাদের আর কোনও রাস্তা নেই। যদি অ্যাডমিট কার্ড না পাই তাহলে আমাদের ক্যারিয়ার শেষ। দুই বছর কষ্ট করে লেখাপড়া করেছি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এখনও অ্যাডমিট কার্ড পাইনি। এটা কলেজ কর্তৃপক্ষের ব্যর্থতা।’

কলেজের আরেক পরীক্ষার্থী নাজমা আক্তার বলে, ‘আমার বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করে পড়াশোনা করাচ্ছে। এত কষ্ট করে লেখাপড়া করেও পরীক্ষা দিতে পারছি না। আমার কাছ থেকে ফরম ফিলাপের জন্য ৪ হাজার টাকা নিয়েছে। আমিসহ আমার ৪২ বন্ধু ফরম ফিলাপের টাকা দিয়েছি। তাদেরও একই অবস্থা। এখন আমাদের আর কোনও রাস্তা নেই।’

শিক্ষার্থীরা প্রবেশপত্র না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরাও। এক অভিভাবক রহমত আলী বলেন, ‘ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। এখন শুনতেছি সে নাকি পরীক্ষা দিতে পারবে না। সকাল থেকে কলেজে এসে বসে আছি আমরা। কলেজের কেউ কোনও কথা শুনতেছে না।’

আরেক অভিভাবক শাহাবুদ্দিন মজিদ বলেন, ‘মেয়ের ফরম ফিলাপের জন্য ৪ হাজার টাকা আমি ল্যাব সহকারী লাবু স্যারকে দিয়েছি। এখন শুনতেছি আমার মেয়ের নাকি ফরম ফিলাপ হয়নি। আমার মেয়ে তো পরীক্ষা দিতে পারবে না। ভয়ে আছি সে যদি কিছু করে বসে।’

এ বিষয়ে রুহিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মো. সাবু বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’ কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, আপনি বলেছেন কাল সকালে প্রবেশপত্র দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আপনাকে আমি কিছু বলতে পারবো না।’

শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রুহিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, ‘গতকালকে বিষয়টি আমি জানতে পারি যে, আমাদের ৪২ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড পায়নি। তারা ফরম ফিলাপের জন্য কলেজের কোনও একজনকে টাকা দিয়েছিল। আমাদের কলেজে যারা টাকা জমা করেছে তাদের ফরম ফিলাপ হয়েছে। আর যারা অন্যজনকে দিয়েছে তাদের ফরম ফিলাপ হয়নি শুনতে পেয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই শিক্ষার্থীরা যেন পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষের সঙ্গে আমি কথা বলেছি। যেভাবেই হোক ছাত্রছাত্রীরা যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই চেষ্টাই আমরা করছি।’

এমন ঘটনার জন্য দায়ীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, কলেজ কর্তৃপক্ষকে সে নির্দেশনা দেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পরীক্ষা দিতে পারেনি ২২ শিক্ষার্থী, কেন্দ্রে বিক্ষোভ ও ভাঙচুর
আগামী বছর এইচএসসি কোন মাসে, জানালেন শিক্ষামন্ত্রী
এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১০ হাজার
সর্বশেষ খবর
এলপিএলে খরুচে মোস্তাফিজ, ব্যাটিংয়ে ব্যর্থ হৃদয়
এলপিএলে খরুচে মোস্তাফিজ, ব্যাটিংয়ে ব্যর্থ হৃদয়
চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ: চার আসামি রিমান্ডে
চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ: চার আসামি রিমান্ডে
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
মমতা ব্যানার্জি কি গঙ্গা চুক্তি নবায়নেও বাধা হয়ে উঠতে পারেন?
মমতা ব্যানার্জি কি গঙ্গা চুক্তি নবায়নেও বাধা হয়ে উঠতে পারেন?
সর্বাধিক পঠিত
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
সংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
প্রতিবাদলিপির বিষয়ে বললেন এসবি প্রধানসংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
জব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
অনুসন্ধানে দুদকজব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
রংপুরের হাঁড়িভাঙা আম গেলো জার্মানিতে, বেড়েছে চাহিদা
রংপুরের হাঁড়িভাঙা আম গেলো জার্মানিতে, বেড়েছে চাহিদা