X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৮ আষাঢ় ১৪৩১

ঈদ যেতে না যেতেই আদার দাম কমলো ১০০ টাকা

হিলি প্রতিনিধি
২৪ জুন ২০২৪, ১৫:২৭আপডেট : ২৪ জুন ২০২৪, ১৫:২৭

চাহিদা তুঙ্গে থাকায় ঈদের আগে অস্থিতিশীল হয়ে উঠেছিল আদার দাম। তবে ঈদ যেতে না যেতেই কমতে শুরু করেছে এর দাম। চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আমদানি করা আদার দাম কেজিতে কমেছে প্রায় ১০০ টাকা পর্যন্ত।

সোমবার (২৪ জুন) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, দেশীয় আদা না থাকায় সব দোকানেই আমদানি করা ভারতীয় আদা রয়েছে। তবে ঈদের আগের তুলনায় সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে। ঈদের আগে প্রতি কেজি আদা প্রকারভেদে ২৮০ টাকা থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে দাম কমে বিক্রি হচ্ছে ২৬০ টাকা দরে।

হিলি বাজারে আদা কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, ঈদের আগে ২০০ টাকার আদার দাম বাড়তে বাড়তে ৩৬০ টাকা হয়ে যায়। বাড়তি দামের কারণে যতটুকু দরকার ছিল তার চেয়ে অর্ধেক পরিমাণ কিনে সংসারের চাহিদা মেটাতে হয়েছিল। ঈদের পরে দাম কমতে শুরু করেছে বর্তমানে ২৬০ টাকায় নেমেছে।

হিলি বাজারের আদা বিক্রেতা আবুল হাসনাত বলেন, দেশীয় আদার সরবরাহ না থাকায় বেশ কিছুদিন ধরেই আমদানি করা ভারতীয় আদা দিয়েই বাজারে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আদার আমদানি অব্যাহত থাকায় সরবরাহ যেমন ভালো ছিল তেমনি দাম স্থিতিশীল ছিল। কিন্তু একমাস আগে থেকেই ভারতে পণ্যের দাম বাড়তি ও ডলারের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে আমদানি করা পণ্যটির দাম বাড়তে থাকে। আগে আদা ১৬০ টাকা দরে কিনলেও সেটি বেড়ে ২০০ টাকায় উঠে যায় ঈদের একমাস আগেই। কিন্তু ঈদুল আজহায় ১৪ থেকে ২১ জুন পর্যন্ত টানা আট দিন হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। এতে দেশের বাজারে আদার চাহিদা বেড়ে যায়। কিন্তু সেই তুলনায় পণ্যটির সরবরাহ কম ছিল। যার কারণে দাম বেড়ে পাইকারিতে ২৬০ টাকায় উঠে যায়।

তিনি বলেন, ঈদের পর ২২ জুন থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আদা আমদানি শুরু হয়েছে। এতে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। আমরা যেমন এখন খানিকটা কম দামে কিনতে পারছি বিধায় কম দামেই বিক্রি করতে পারছি।

/এফআর/
সম্পর্কিত
অর্ধেকে নেমেছে পণ্য আমদানি, দুশ্চিন্তায় শ্রমিক ও বন্দর কর্তৃপক্ষ
মিয়ানমার থেকেও নিত্যপণ্য আমদানি করতে চুক্তি হচ্ছে
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
সর্বশেষ খবর
আড়াই লাখের বেশি একর বনভূমি অবৈধ দখলে: পরিবেশমন্ত্রী
আড়াই লাখের বেশি একর বনভূমি অবৈধ দখলে: পরিবেশমন্ত্রী
কোয়ার্টার ফাইনালের আগে ট্রেনিংয়ে ফিরলেন মেসি
কোয়ার্টার ফাইনালের আগে ট্রেনিংয়ে ফিরলেন মেসি
বৃষ্টির পানিতে ভেসে উঠলো যুবকের ‘মাটি চাপা দেওয়া’ মরদেহ
বৃষ্টির পানিতে ভেসে উঠলো যুবকের ‘মাটি চাপা দেওয়া’ মরদেহ
ব্রিটিশ নির্বাচন: উচ্ছ্বসিত প্রথমবার ভোট দিতে যাওয়া অভিবাসীরা
ব্রিটিশ নির্বাচন: উচ্ছ্বসিত প্রথমবার ভোট দিতে যাওয়া অভিবাসীরা
সর্বাধিক পঠিত
জব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
অনুসন্ধানে দুদকজব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
‘চুপ, একদম গুলি করে দেবো’
‘চুপ, একদম গুলি করে দেবো’
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে