X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

বৃদ্ধকে কুপিয়ে হত্যার পর মারধরে মারা গেলো যুবক

দিনাজপুর প্রতিনিধি
১৮ মে ২০২৪, ০৪:৩০আপডেট : ১৮ মে ২০২৪, ০৪:৩০

দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে গণেশ ঋষি (৬০) নামে এক আদিবাসী বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ওই যুবককে আটক করে মারধর করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে বিকাশ ঋষি নামে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকাল ৩টার দিকে জেলার সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর জয়দেবপুর মুশোহরপাড়া এলাকায় গনেশ ঋষিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে বিকাশ ঋষি।

এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার পরসাধু ঋষির ছেলে সরেশ ঋষি (৩০) ও হরেন ঋষি। সরেশ বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে কাজ শেষে রাস্তার পাশের দোকানের বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন গণেশ ও সরেশ। এ সময় মানসিক ভারসাম্যহীন বিকাশ ঋষি (৩০) হঠাৎ পেছন থেকে এসে সরেশকে ধারালো হাসুয়ার কোপ দেয়। তখন গণেশ এগিয়ে আসলে তাকেও পেছন থেকে হাসুয়ার কোপ দেয়। পরে হরেণ ঋষি এগিয়ে আসলে তাকেও আহত করে বিকাশ। ঘটনাস্থলেই মারা যান গণেশ।

এই ঘটনার পর স্থানীয়রা বিকাশকে আটক করে মারধর করে বেঁধে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিকাশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে বিকাশ ঋষির মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাশ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ দুপুরে উত্তেজিত হয়ে গণেশ, সরেশ ও হরেণকে কুপিয়ে আহত করে। পরে ঘটনাস্থলেই মারা যান গণেশ। আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহত অবস্থায় বিকাশের মৃত্যু হয়।

/আরআইজে/
সম্পর্কিত
মেজর অব. সিনহা হত্যা: ডেথ রেফারেন্স অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত
বাঁশঝাড়ে গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা লাশ, ভুট্টাক্ষেতে পড়ে ছিল জুতা
ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচার দাবিবাংলা সিনেমার শাবানার মতো ক্ষমা করে দেবো না: ঢাবি ছাত্রদল সভাপতি
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি
আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে: ইউজিসি
আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে: ইউজিসি
ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে ডাকাতি: অন্যতম আসামি গ্রেফতার
ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে ডাকাতি: অন্যতম আসামি গ্রেফতার
নাটোরে ছাত্রলীগকর্মীকে পিটিয়ে শহর ঘোরানোর ঘটনায় ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
নাটোরে ছাত্রলীগকর্মীকে পিটিয়ে শহর ঘোরানোর ঘটনায় ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক