X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ মে ২০২৪, ২৩:৫৪আপডেট : ০২ মে ২০২৪, ২৩:৫৪

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নে ধান কাটতে গিয়ে ‘অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে’ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (২ মে) ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বামনডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কৃষিশ্রমিকের নাম বাবলু চন্দ্র (৫০)। তিনি বামনডাঙা ইউনিয়নের সরদারের ভিটা গ্রামের রাজকুমারের ছেলে। নদীভাঙনে বসতভিটা হারিয়ে গত পাঁচ বছর ধরে নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এগারো মাথা এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বাবলুর শ্যালক বিষ্ণু বর্মন বলেন, ‘সকালে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বাবলু চন্দ্র তার অন্য সহকর্মীদের সঙ্গে বামনডাঙা ইউনিয়নের সেনপাড়ায় আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তির ধান কাটতে যান। দুপুরের দিকে ধানকাটা শেষে বোঝা পরিবহনের সময় অসুস্থ হয়ে জমিতেই বসে পড়েন। অন্য শ্রমিকরা তাকে পানি খাওয়ান। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে বিকালে দাহ করা হয়।’

বাবলুর অসুস্থতা নিয়ে জানতে চাইলে বিষ্ণু বলেন, ‘অনেক বছর আগে তার একবার স্ট্রোক হয়েছিল। কিন্তু তারপর থেকে সুস্থ ছিলেন। স্বাভাবিকভাবে কাজকর্ম করে জীবন চালাচ্ছিলেন। আজ জমিতে কাজ করতে গিয়ে অতিরিক্ত গরমে হয়তো আবারও স্ট্রোক করে মারা গেছেন। বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে।’

চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বলেন, ‘ওই শ্রমিক আমার এলাকার ভোটার ছিলেন। আজ জমিতে ধান কাটার কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

এর আগে বুধবার (১ মে) সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ হয়ে’ আবুল হোসেন (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে তার পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দেয় জেলা প্রশাসন। 

/এএম/
সম্পর্কিত
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
চার জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষাণীর মৃত্যু
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু