গাইবান্ধার পলাশবাড়ীতে মে দিবসের কর্মসূচিতে এসে ‘তীব্র গরমে অসুস্থ’ হয়ে সাজু মিয়া নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের গেটে এ ঘটনা ঘটে।
সাজু মিয়া (৫৫) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোটবোনেরপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি বাসচালকের সহকারী (হেলপার) এবং জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
সাজুর সহকর্মীরা জানিয়েছেন, মহান মে দিবস উপলক্ষে পলাশবাড়ী উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে সকাল ১০টায় র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন সাজু। র্যালি শেষে উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের হয়ে পরিষদের গেটের সামনে এসে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’
বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘র্যালি শেষে উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভা হয়। সেখান থেকে বের হয়ে পরিষদের গেটে এসে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সাজু। বিকালে মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।’
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে।’
এ ব্যাপারে জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরিবহন শ্রমিক সাজু। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’