X
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

উৎসবমুখর পরিবেশে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সম্মেলন শুরু

গাইবান্ধা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৩, ১৪:২৬আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৪:২৬

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। জেলা শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের আয়োজন শুরু করা হয়।

পরে উৎসবমুখর পরিবেশে দুপুর সোয়া ১টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্ধোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

এরপর সম্মেলনের মঞ্চে আসেন প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সম্মেলনের প্রধান বক্তা দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আছেন- দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপিসহ শীর্ষ নেতারা।

সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আব্দুর রশীদ সরকার। সম্মেলনে কেন্দ্রীয় ছাড়া রংপুর বিভাগ ও গাইবান্ধা জেলার নেতারা বক্তব্য রাখছেন।

দীর্ঘ ১১ বছর পর এই সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই জেলার সাত উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে আসেন শত শত নেতাকর্মী।

নেতাকর্মীরা আশা করছেন, এই সম্মেলন জেলার জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে। তৃণমূলসহ সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করতে এবার জেলা কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের সুযোগ দেওয়ার দাবি করেন তারা।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. সরওয়ার হোসেন শাহিন বলেন, উৎসাহ-উদ্দীপনায় সম্মেলনে হাজার-হাজার নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করবে জাতীয় পার্টি কতটা শক্তিশালী। সম্মেলন শেষে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। সেখানে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের বিষয়ে সিন্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতারা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেফতার
সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেফতার
এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা যাচ্ছে কোথায়
এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা যাচ্ছে কোথায়
সিরাজ-গিলের দাপটে গুজরাটের জয়ের হ্যাটট্রিক, হায়দরাবাদের টানা চার হার
সিরাজ-গিলের দাপটে গুজরাটের জয়ের হ্যাটট্রিক, হায়দরাবাদের টানা চার হার
ম্যানচেস্টার ডার্বি ড্র, চারে ওঠার সুযোগ হারালো সিটি
ম্যানচেস্টার ডার্বি ড্র, চারে ওঠার সুযোগ হারালো সিটি
সর্বাধিক পঠিত
গরু-ছাগলের চামড়া দিয়ে তৈরি হচ্ছে শিরিষ আঠা
গরু-ছাগলের চামড়া দিয়ে তৈরি হচ্ছে শিরিষ আঠা
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল
দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল
আ.লীগপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন
আ.লীগপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন
গাজাকে বিভক্ত করতে ইসরায়েলের নতুন পরিকল্পনা ‘মোরাগ অ্যাক্সিস’
গাজাকে বিভক্ত করতে ইসরায়েলের নতুন পরিকল্পনা ‘মোরাগ অ্যাক্সিস’