X
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

রংপুর জেলা যুবলীগের কমিটিতে যারা

রংপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩, ১২:২১আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১২:২১

সম্মেলনের দীর্ঘ ১১ মাস পর রংপুর জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লক্ষ্মীন চন্দ্র দাসকে সভাপতি ও মেহেদী হাসান সিদ্দিকী রনিকে সাধারণ সম্পাদক করেছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

এদিকে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে ১৯ জনের নাম ঘোষণা করেছে। সেই সঙ্গে ১০১ সদস্যের জেলা কমিটির বাকি পদগুলো আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূরণ করে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে জানানোরও নির্দেশ দিয়েছে।

যে ১৯টি পদে নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- সহ-সভাপতি করা হয়েছে মো. ফজলে রাব্বি সুইট, মামুনুর রশীদ মামুন, মীর সরিফুজ্জামান শিপন, নওসাদ আলম রাজু, কামরুজ্জামান শাহিন, মাসুদ রানা বিপ্লব, ফারুক হোসেন বাবু, প্রভাষক আনোয়ারুল ইসলাম (আনোয়ার জান্নাত), রাশেদুল ইসলাম ময়নাকে। যুগ্ম সম্পাদক করা হয়েছে ফকরুল হাসান লিউ, শাহ মো. আশিকুর রহমান সোহেল, শেখ মো. মাহবুব নাছির টুটুলকে। সাংগঠনিক সম্পাদক করেছে নাহিদ হোসেন লিটন ও শামীম সর্দারকে। প্রচার সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান লিটনকে। শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক করেছে শাহিনুর ইসলাম গাজী এবং সদস্য এ কে এম শাফিনুর মমতাজকে। এই কমিটির মেয়াদ তিন বছর।

উল্লেখ্য, প্রায় ১২ বছর পর গত বছরের ৫ নভেম্বর রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সেখানে কমিটি ঘোষণা করেনি। পরে যুবলীগের সম্ভাব্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত চাওয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫০ জনেরও বেশি নেতা পদের আশায় আবেদন করেছিলেন বলে জানা গেছে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় কমিটি রংপুর জেলা যুবলীগের কমিটি ঘোষণা করায় সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন।

এদিকে নবনির্বাচিত রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন প্রাথমিক প্রতিক্রিয়ায় যুবলীগকে রংপুর জেলার প্রতিটি ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, বহিষ্কৃত যুবলীগ নেতার ১৩ বছরের কারাদণ্ড
পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের জয়ে ওয়ার্নকে পেছনে ফেললেন স্যামসন
পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের জয়ে ওয়ার্নকে পেছনে ফেললেন স্যামসন
শাহবাগ ফুল মার্কেটের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
শাহবাগ ফুল মার্কেটের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
গণহত্যার দায়ে আ.লীগকে বিচারের আওতায় আনা হোক: সালাউদ্দিন আহমেদ
গণহত্যার দায়ে আ.লীগকে বিচারের আওতায় আনা হোক: সালাউদ্দিন আহমেদ
আবাহনী ম্যাচের আগে চোটজর্জর কিংস, মিগেল যাচ্ছেন ইস্ট বেঙ্গলে!
আবাহনী ম্যাচের আগে চোটজর্জর কিংস, মিগেল যাচ্ছেন ইস্ট বেঙ্গলে!
সর্বাধিক পঠিত
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
নাতির আকিকা অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
নাতির আকিকা অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী
ইউনূস-মোদি বৈঠক গুরুত্বপূর্ণ: মির্জা আব্বাস
ইউনূস-মোদি বৈঠক গুরুত্বপূর্ণ: মির্জা আব্বাস