X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

ভেতরে জাতীয় পার্টির নতুন কমিটির পরিচিতি সভা, বাইরে সড়ক অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৩, ২২:২০আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২২:২০

কুড়িগ্রামে জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা। নতুন কমিটির বিরোধিতা করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিতরা।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে জেলা পরিষদ পরিষদ অডিটরিয়ামে নবগঠিত কমিটির পরিচিতি সভা চলাকালে পরিষদের বাইরে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে জনভোগান্তির সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাককে আহ্বায়ক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মুহাম্মদ আব্দুস সালামকে সদস্যসচিব করে ঘোষিত কমিটির বিরোধিতা করে বিভক্ত হয়ে পড়েন নেতাকর্মীরা। বুধবার পরিচিতি সভা চলাকালে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সদস্য সচিব পনির উদ্দিন আহমেদের সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নতুন কমিটিতে পনির উদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বিক্ষোভ ও অবরোধে সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা থেকে আগত জাপার নেতাকর্মীরা অংশ নেন। তারা অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান। তাদের ধারণ করা ব্যানারে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের ছবিতে ক্রস চিহ্ন দেখা যায়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে আহ্বায়ক ও সদস্যসচিবকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান দিতে থাকেন।

নতুন কমিটির বিরোধিতা করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিতরা

নেতাকর্মীদের এ ধরনের বিক্ষোভকে অনভিপ্রেত ও নিন্দনীয় অবহিত করে নতুন সদস্যসচিব মেজর (অব.) মুহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘এই কমিটি আমরা ঘোষণা করিনি। এটি কেন্দ্রের সিদ্ধান্ত। কারও কোনও আপত্তি থাকলে কেন্দ্রে অভিযোগ করবেন। এভাবে ভাড়া করা লোক এনে সড়ক অবরোধ করা নিন্দনীয়।’

বিক্ষোভকারীদের সাবেক সদস্যসচিব পনির উদ্দিন আহমেদের ভাড়া করা লোক দাবি করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করার দায় তিনি (পনির উদ্দিন) এড়াতে পারেন না। জনপ্রতিনিধি হয়ে তিনি জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। নতুন কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তার সঙ্গে কথা বলে কেন্দ্র এই কমিটি দিয়েছে। আগের কমিটি পাঁচ বছরে দলের জন্য কিছু করতে পারেনি বলে কেন্দ্র  নতুন কমিটি দিয়েছে। এরপরও এভাবে উসকানি দিয়ে ভাড়া করা লোক এনে বিক্ষোভের নামে মানুষের দুর্ভোগ সৃষ্টি করার জন্য তাকে প্রশ্ন করা উচিত।’ পনির উদ্দিন আহমেদকে পরিচিতি সভায় উপস্থিত হতে দাওয়াত করা হলেও তিনি উপস্থিত হননি বলেও জানান জাপার এই নেতা।

এ ব্যাপারে নতুন কমিটির যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, ‘তিন উপজেলার যেসব নেতাকর্মী পদবঞ্চিত হয়েছেন, তারাই মূলত কর্মসূচি দিয়েছেন। ত্যাগীরা পদবঞ্চিত হওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।’ এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি। 

/এএম/
সম্পর্কিত
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতারে মাঠে পুলিশের তিন টিম
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাবিতে বিক্ষোভ মিছিল
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
সর্বশেষ খবর
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
পদত্যাগ করেননি উল্লেখ করে কুয়েটের প্রো-ভিসি বললেন, ‘আমার অপরাধটা কী?’
পদত্যাগ করেননি উল্লেখ করে কুয়েটের প্রো-ভিসি বললেন, ‘আমার অপরাধটা কী?’
আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি
আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি
১২ হাজার একর ভূমি ফেরত পাবে বন বিভাগ, বাঁকখালীতে চলবে উচ্ছেদ অভিযান
কক্সবাজারে বললেন দুই উপদেষ্টা১২ হাজার একর ভূমি ফেরত পাবে বন বিভাগ, বাঁকখালীতে চলবে উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন