X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

প্রতি বিভাগে বিকেএসপির ভবন করা হবে

দিনাজপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২২, ২২:০৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২২:০৬

তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে মানসম্মত খেলোয়াড় তৈরিতে অবদান রাখছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠান থেকে তৈরি খেলোয়াড়রা বিশ্বে অবদান রেখেছে। এরই অংশ হিসেবে বিকেএসপি দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে দুই দিনব্যাপী প্রশিক্ষণার্থী ভর্তি পরীক্ষা ও কার্যক্রম শুরু হয়েছে। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরিতে বিকেএসপিকে আরও সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত মোহাম্মদ ফুয়াদ।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দিনাজপুর বাশেরহাট এলাকায় অবস্থিত বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ২২টি ইভেন্ট বা বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আঞ্চলিক এই কেন্দ্রে রংপুর বিভাগের আট জেলার এবং আশপাশের জেলাগুলোর শিক্ষার্থী খেলোয়াড়রা অংশগ্রহণ করে।

যে ২২টি বিভাগে বাছাই ও পরীক্ষা হচ্ছে সেগুলো হলো- আর্চারি, অ্যাথলেটিক্স, বক্সিং, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিকস, জুডো, হকি, কারাতে, শুটিং, সাঁতার ও ডাইভিং, টেবিল টেনিস, তোয়াকোয়ানডো, টেনিস, ভলিবল, উশু, কাবাডি, স্কোয়াশ, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন। প্রথম দিনে ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত এই পরীক্ষা কার্যক্রম চলবে। এ দিনেও প্রায় একই পরিমাণে পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

প্রথম দিন সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রশিক্ষণার্থী ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বিকেএসপি মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত মোহাম্মদ ফুয়াদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি খুবই আগ্রহ প্রকাশ করেছেন। তাই তিনি প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপির গড়ে তোলার জন্য গুরুত্বারোপ করেছেন। তারই ধারাবাহিকতায় আগামী জুন মাসের মধ্যে রাজশাহীতে বিকেএসপি তৈরি করা সম্পন্ন হবে। ময়মনসিংহে বিকেএসপির জন্য জায়গা নেওয়ার পরিকল্পনা চলছে। সেগুলো হয়ে গেলে প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি ভবন তৈরি করা সম্পন্ন হবে।

তিনি বলেন, বিভাগীয় শহরের বাইরেও প্রতিটি বিকেএসপিকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা হতে নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের কাজও অনেক দূর এগিয়ে গেছে। দিনাজপুর বিকেএসপির জন্য আরও ১২ একর জমি অধিগ্রহণ করা হবে। সেই জায়গাগুলোতে আরও খেলাধুলার পরিমাণ বৃদ্ধি করে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি চেষ্টা করা হবে। এর পাশাপাশি বিদেশি কোচদের এনে খেলোয়াড় তৈরির কাজ করা হচ্ছে। আগামী বছরে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এসময় বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মিজানুর রহমান, দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মতিউর রহমানসহ কর্মকর্তা ও কোচরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
নেপালকে টপকে চ্যাম্পিয়ন বিকেএসপি
রাজশাহীতে বিকেএসপির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর, যেভাবে আবেদন করা যাবে
কেএসআরএম’র পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট
সর্বশেষ খবর
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
১৯ দিন পর জামিনে কারামুক্ত মডেল মেঘনা আলম
১৯ দিন পর জামিনে কারামুক্ত মডেল মেঘনা আলম
সারা দেশে এলজিইডির ৩৬ অফিসে দুদকের অভিযান
সারা দেশে এলজিইডির ৩৬ অফিসে দুদকের অভিযান
মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক
মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক
সর্বাধিক পঠিত
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন