X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

হিলি প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ০৩:৩৪আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৬:০০

দিনাজপুরের হিলিতে বাগবিতণ্ডার জেরে বাহাউদ্দিন সরকার (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। শুক্রবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে হিলির মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত বাহাউদ্দিন সরকার ওই এলাকার মোতালেব হোসেনের ছেলে। রাতে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার নিশ্চিত করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মাঠপাড়াস্থ স্থানীয় একটি ক্লাবের সামনে বসে ছিলেন বাহাউদ্দিন। এ সময় একই এলাকার ইমন নামে এক যুবক মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। কোনও একটি বিষয় নিয়ে দুজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাহাউদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ইমন। স্থানীয়রা আহত বাহাউদ্দিনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। রোগীর স্বজনদের ভাষ্যমতে, হাসপাতালে আনার আধা ঘণ্টা আগে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তার বুকে ও উরুতে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের ক্ষত বড় হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। 

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, হিলির মাঠপাড়াতে বাহাউদ্দিন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তবে কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

/এএম/টিটি/
সম্পর্কিত
রসুনের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
ছুটির দিনেও ভারত থেকে এলো ৮৪৩১ টন চাল
সর্বশেষ খবর
তামিমদের প্রতিবাদে শাস্তি পেছানোর পর আবার নিষিদ্ধ হৃদয়
তামিমদের প্রতিবাদে শাস্তি পেছানোর পর আবার নিষিদ্ধ হৃদয়
ময়মনসিংহে বাকৃবির শিক্ষার্থীদের ট্রেন অবরোধ
ময়মনসিংহে বাকৃবির শিক্ষার্থীদের ট্রেন অবরোধ
মার্কিন শুল্কনীতি: সংকট মোকাবিলায় তৈরি হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাব
মার্কিন শুল্কনীতি: সংকট মোকাবিলায় তৈরি হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাব
সড়ক ইজারা দিলো পৌরসভা, ২০ টাকার খাজনা ১০০ টাকা নেওয়ায় সংঘর্ষ-মামলা
সড়ক ইজারা দিলো পৌরসভা, ২০ টাকার খাজনা ১০০ টাকা নেওয়ায় সংঘর্ষ-মামলা
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন