X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

আঁধারে সীমান্ত পাড়ি দেওয়ার সময় নদে ডুবলো ২ সন্তান

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০২ জুলাই ২০২২, ২৩:০৬আপডেট : ০২ জুলাই ২০২২, ২৩:০৬

মা বাঁচাও, বাঁচাও ব‌লে ছেলে-মেয়ে চিৎকার কর‌লেও কিনা‌রে তুল‌তে পা‌রেন‌নি মা-বাবা। সীমা‌ন্তের নীলকমল নদে ‌নি‌খোঁজ রয়েছে দুই শিশু সন্তান। এ কথা মনে হতেই বারবার মূর্ছা যাচ্ছেন মা সামিনা বেগম। আর হতভম্ব বাবা রইচ উদ্দিন বুক চাপড়ে কাঁদছেন। তাদের শোকে কুড়িগ্রামের না‌গেশ্বরী উপ‌জেলার নেওয়া‌শী ইউনিয়‌নের ৬নং ওয়ার্ডের সরকারটারী গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।

শুক্রবার (১ জুলাই) গভীর রাতে দালালের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফের ধাওয়ায় নীলককমল নদ পার হওয়ার সময় পানিতে ডুবে যায় দুই শিশু। মা-বাবা সাঁতরে বাংলাদেশ সীমানায় প্রবেশ কর‌তে সক্ষম হ‌লেও সন্তানরা ন‌দের পা‌নি‌তে নি‌খোঁজ হয়। এ প্রতি‌বেদন লেখা পর্যন্ত তা‌দের সন্ধান মেলেনি।

বাবা রইচ উদ্দিন দাবি করে, শুক্রবার গভীর রাতে দালাল জায়দুল ও গেদার মাধ্যমে ভারতের হরিয়ানা রাজস্থান সীমান্তের সুলতানপুর এলাকার হাসিহেসা ভাটায় কাজ শেষে কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি সীমান্তের কাঁটাতারের বেড়া পে‌রি‌য়ে বাংলা‌দে‌শের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তপ‌থে বা‌ড়ি‌তে ফিরছিলেন। স্ত্রী সামিনা বেগম, আট বছরের মেয়ে পারভীন খাতুন ও চার বছরের ‌ছে‌লে সাকেবুর হাসানকে নিয়ে নীলকমল নদের তীর দি‌য়ে সীমান্ত পার হ‌চ্ছি‌লেন। এ সময় টহলে থাকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ‌টের পে‌য়ে বাঁশি বাজালে ধরা পড়ার ভ‌য়ে সবাই নদে নেমে পড়েন। ন‌দের স্রো‌তে নি‌খোঁজ হয় তাদের দুই সন্তান। সন্তানরা বাঁচা‌নোর জন্য মা মা ব‌লে চিৎকার কর‌লেও অন্ধকারে তা‌দের উদ্ধার করা সম্ভব হয়নি।

আঁধারে সীমান্ত পাড়ি দেওয়ার সময় নদে ডুবলো ২ সন্তান

রইচ উদ্দিনের বাড়ি নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতী গ্রামে। তার বাবার নাম মৃত একাব্বর আলী। দুই সন্তান হারিয়ে শোকাহত তার পুরো পরিবার।

শোকাহত এই বাবা বলেন, ‘ভারতের শেউটি ক্যাম্পের বিএসএফের সদস্যরা লাইট জ্বালিয়ে দেখার পর আমাদেরকে ধাওয়া করে। এ সময় দালালরা তড়িঘরি করে নদী পার হওয়ার জন্য বলে। আমি জিনিসপত্র নিয়ে নদীর মাঝপথে যাই। এ সময় আমার স্ত্রী  দুই সন্তানকে নিয়ে নদীতে নামে। কিন্তু তারা কেউই সাঁতার জানে না। স্রো‌তের টানে রাতের অন্ধকারে স্ত্রীর হাত থেকে আমার সন্তানরা নিখোঁজ হয়। পানিতে ডুবে অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করেছি। তাদের সন্ধান পাইনি। কষ্ট করে আমার স্ত্রীকে পার করে বাংলাদেশে প্রবেশ করেছি। বাচ্চা দুইটা বেঁচে আছে, না মারা গেছে কোনও হদিস পাইনি।’

শনিবার রাত ৮টায় লালমনিরহাট ১৫ বিজিবি কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কবির হোসেন বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে আসার পথে দুইটি শিশু নিখোঁজ হয়েছে বলে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে  বিএসএফকে জানানো হয়েছে। তারা দুই শিশুর বিষয়ে জানাতে পারেনি।’

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
বাংলাদেশি যুবককে ধরে বিএসএফের হাতে তুলে দিলো ভারতীয়রা
সর্বশেষ খবর
শ্রীলঙ্কান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৩ জনকে উদ্ধার
শ্রীলঙ্কান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৩ জনকে উদ্ধার
অর্থনীতির প্রশ্নে ট্রাম্পে হতাশ মার্কিনিরা
অর্থনীতির প্রশ্নে ট্রাম্পে হতাশ মার্কিনিরা
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো ঘরের ওপর, প্রাণ গেলো ঘুমন্ত নারীর
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো ঘরের ওপর, প্রাণ গেলো ঘুমন্ত নারীর
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন