X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

হিলিতে কমেছে পেঁয়াজ আমদানি, বেড়েছে দাম

হিলি প্রতিনিধি
০৫ মার্চ ২০২২, ০৯:০৩আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৯:০৩

দিনাজপুরের হিলি স্থলবন্দরে মাত্র দুই দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। খুচরাতেও বেড়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

বন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। শুক্রবার (৪ মার্চ) নাসিক বড় আকারের পেঁয়াজ বিক্রি হয় ৪২ টাকা, ছোট আকারের ৪০ টাকা, যা দুই দিন আগে বিক্রি হয়েছিল ৩১-৩২ টাকা কেজি দরে। ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকা, দুই দিন আগেও বিক্রি হয়েছিল ২৬ থেকে ২৮ টাকায়।

এদিকে হিলি বাজারে খুচরাতে ভারতীয় পেঁয়াজ ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে, যা একদিন আগেও ২৮-৩২ টাকা কেজি দরে বিক্রি হয়। আর দেশীয় পেঁয়াজের দাম বেড়ে ৪৮ থেকৈ ৫০টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারে শুক্রবার পেঁয়াজ কিনতে আসা বেলাল হোসেন বলেন, দুই দিন আগে যে পেঁয়াজ নিয়ে গেলাম ২৮-৩০ টাকা কেজি দরে, এখন সেটা বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়। হঠাৎ করে কেজিতে ১০ টাকা করে পেঁয়াজের দাম বেড়েছে। এভাবে দাম বাড়লে কীভাবে কিনবো? বাধ্য হয়ে পেঁয়াজ খাওয়া ছেড়ে দিতে হবে।

বিক্রেতা মনিরুল আলম বলেন, বাজারে দেশীয় মুড়িকাটা যে পেঁয়াজের সরবরাহ ছিল, সেটার ঘাটতি দেখা দিয়েছে। অপরদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হচ্ছে। এ কারণে প্রভাব বাজারে পড়ছে। ভারতীয় পেঁয়াজের দাম বন্দর দিয়ে আমদানির ওপর নির্ভরশীল। যখন আমদানি কম থাকে তখন বাজারে পেঁয়াজের দাম দুই-চার টাকা বাড়তি হয়।

পেঁয়াজ ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে। কারণ দেশের বিভিন্ন অঞ্চলে যে মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন হয়েছিল, সেটার মৌসুম প্রায় শেষের দিকে। এর ওপর গত কয়েকদিন আগে ঝড়-বৃষ্টি হয়েছিল, তাতে উৎপাদন কিছুটা ব্যাহত হয়। মৌসুম শেষ হওয়ায় দাম বাড়তির দিকে রয়েছে। এছাড়া সম্প্রতি ওভারলোডিং বন্ধ হয়ে যাওয়ায় গাড়িভাড়া বেশি লাগছে। এ কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গেছে। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। গত সপ্তাহে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়। বর্তমানে তা কমে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ভারত থেকে এলো ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের ভিড়
সর্বশেষ খবর
খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী মারা গেছেন
খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী মারা গেছেন
সাফেও বয়সসীমা প্রত্যাহার, সালাউদ্দিন কী করবেন
সাফেও বয়সসীমা প্রত্যাহার, সালাউদ্দিন কী করবেন
মার্কিন নতুন শুল্কনীতির বাজি ও ট্রাম্পের রাজনৈতিক ঝুঁকি
মার্কিন নতুন শুল্কনীতির বাজি ও ট্রাম্পের রাজনৈতিক ঝুঁকি
টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচন: গুরুত্বপূর্ণ বাঙালিদের ভোট
টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচন: গুরুত্বপূর্ণ বাঙালিদের ভোট
সর্বাধিক পঠিত
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
শহীদদের জন্য দোয়া মাহফিল করতে গিয়ে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী
শহীদদের জন্য দোয়া মাহফিল করতে গিয়ে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
আকাশপথে ঢাকামুখী যাত্রীর চাপ
আকাশপথে ঢাকামুখী যাত্রীর চাপ