X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

বিদ্যালয়ের শহীদ মিনার বেহাল

তৈয়ব আলী সরকার, নীলফামারী‌
২০ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫২

‘অযত্ন আর অবহেলায় বেহাল শহীদ মিনার। এটি নিয়ে কারও মাথাব্যথা নেই। বরাদ্দ পেলে সংস্কার করা হবে। না হয় এভাবেই পড়ে থাকবে।’ ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বললেন নীলফামারীর সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়নের রথের পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাস সুলতানা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অথচ রথের পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। এ অবস্থায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি কীভাবে শ্রদ্ধা নিবেদন করা হবে জানতে চাইলে আলমাস সুলতানা বলেন, ভাঙা শহীদ মিনার আজই পরিষ্কার করা হবে। সম্ভব না হলে দিবসটি পালন করা হবে না।

স্থানীয়রা জানান, নিম্নমানের কাজ করায় গতবার বর্ষা মৌসুমে পেছনের ইটগুলো খুলে বেদির নিচের অংশ থেকে বালু বের হয়ে গেছে। দীর্ঘদিনেও শহীদ মিনারটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি শহীদ মিনারের সামনে ওয়াসব্লক নির্মাণ করা হয়েছে। যা অত্যন্ত দৃষ্টিকটু ও অপমাননাকর। কারও সঙ্গে পরামর্শ না করে অপরিকল্পিতভাবে শহীদ মিনার ও ওয়াসব্লক নির্মাণ করা হয়েছে। এখন বলা হচ্ছে শহীদ মিনারটি অন্যত্র সরিয়ে নতুন করে নির্মাণ করা হবে। এভাবে বারবার সরকারি অর্থ নষ্ট করা হচ্ছে। সেই সঙ্গে নিজেদের পকেট ভরছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারটি অরক্ষিত অবস্থায় আছে। ভাঙা অংশের ভেতরে ছাগল ছোটাছুটি করছে। শিক্ষক পিয়ন ও নৈশ্যপ্রহরী কারও নজর নেই। মাসের পর মাস একটি সরকারি প্রতিষ্ঠানের শহীদ মিনার এভাবে অবহেলায় পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শহীদ মিনারটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রথেরপুকুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন জানায়, এক বছর আগে শহীদ মিনার ভেঙে গেছে। এরপর আর সংস্কার করা হয়নি।

বিদ্যালয়ের নৈশপ্রহরী মাসুদ হোসেন বলেন, এবার অন্য বিদ্যালয়ে গিয়ে শহীদ মিনারে ফুল দেওয়া হবে বলে শুনেছি। তাই আমাদের বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। কবে সংস্কার হবে জানি না।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, শহীদ মিনারটি সংস্কার করা হবে। বাজেট না থাকায় সংস্কার করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওই শহীদ মিনারে পুষ্পমাল্য না দিয়ে অন্য বিদ্যালয়ে পালন করা হবে। এই ব্যবস্থা আমরা গ্রহণ করবো।

/এএম/
সম্পর্কিত
ব্যবসায়ীদের দখলে শহীদ মিনার, জুতা নিয়ে উঠছেন ক্রেতারা 
সিলেটে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
সর্বশেষ খবর
এই বছর হামজাদের সাফ হচ্ছে না!
এই বছর হামজাদের সাফ হচ্ছে না!
তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ মামলার প্রতিবেদন ৩ জুলাই
৮১২ কোটি টাকা আত্মসাৎতারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ মামলার প্রতিবেদন ৩ জুলাই
ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
ঘুষের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইন
ঘুষের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইন
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?