X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

হিলিতে বিজিবি-বিএসএফের বৈঠক

হিলি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৫

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবির সঙ্গে বৈঠকও করেছেন বিএসএফের শিলিগুড়ির নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের কমান্ডার আইজি অজয় শিং।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় এলে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তারা সীমান্তের ভারত অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পে এক বৈঠকে বসেন। বৈঠকে ভারতের রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার এস এ শ্রীবাস্তব, ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শিপ্রা রায় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে ফুল, ক্রেস্ট, মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন আলীসহ বিজিবি ও বিএসএফের সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিদ্দিন খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের কমান্ডার হিলি সীমান্তের চেকপোস্ট এলাকা পরিদর্শনে এসেছিলেন। এ সময় আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে আমরা তাদের সঙ্গে বসেছি। সীমান্তের দুয়েকটি বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে সীমান্তের অবস্থা বর্তমানে খুব ভালো রয়েছে। কোনও বড় ধরনের ঝামেলা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণের হার অনেকটাই কমে এসেছে। এতে করে বিধিনিষেধ উঠে গেলে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করবো।’

/এফআর/
সম্পর্কিত
রসুনের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
বাংলাদেশি যুবককে ধরে বিএসএফের হাতে তুলে দিলো ভারতীয়রা
সর্বশেষ খবর
ভারতে স্থগিত সাফ অ্যাথলেটিকস, চলতি ক্যাম্প নিয়ে কী ভাবছে বাংলাদেশ?
ভারতে স্থগিত সাফ অ্যাথলেটিকস, চলতি ক্যাম্প নিয়ে কী ভাবছে বাংলাদেশ?
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে ন্যায়বিচারের পরাজয় হয়েছে: শিক্ষক সমিতি
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে ন্যায়বিচারের পরাজয় হয়েছে: শিক্ষক সমিতি
গাজায় হামাসবিরোধী বিক্ষোভ জোরালো হচ্ছে, নিয়ন্ত্রণ কমছে গোষ্ঠীটির
গাজায় হামাসবিরোধী বিক্ষোভ জোরালো হচ্ছে, নিয়ন্ত্রণ কমছে গোষ্ঠীটির
কাতার সফর অত্যন্ত সফল: প্রেস সচিব
কাতার সফর অত্যন্ত সফল: প্রেস সচিব
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ