X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট, হিলিতে বেড়েছে পাথরের দাম

হালিম আল রাজী, হিলি
১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:০১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৩

দেশে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক মেগা প্রকল্পগুলোর কাজ চলমান থাকায় পাথরের চাহিদা বেড়েছে। বাড়তি চাহিদাকে পুঁজি করে ভারতীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাথর রফতানি কমিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন। এতে হিলি স্থলবন্দর দিয়ে পাথরের আমদানি অর্ধেকে নেমেছে। সেই সঙ্গে টনপ্রতি দাম বেড়েছে ৪০০-৫০০ টাকা। এ অবস্থায় বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। পাশাপাশি বিপাকে পড়েছেন বন্দরে পাথর কিনতে আসা মানুষজন।

হিলি স্থলবন্দরের আমদানিকারক সূত্রে জানা গেছে, ১/৪ সাইজের পাথর তিন হাজার ২০০ টাকা টন থেকে বেড়ে বর্তমানে তিন হাজার ৫৭০টাকা। ১/২ সাইজের পাথর তিন হাজার ২৩০ টাকা থেকে বেড়ে তিন হাজার ৫৭০ টাকা। ৫/৮ সাইজের পাথর তিন হাজার ৭৫০ টাকা থেকে বেড়ে চার হাজার ২০০ টাকা। ৩/৪ সাইজের পাথর তিন হাজার ৭৭০ টাকা থেকে বেড়ে চার হাজার ২০০ টাকা। ২০/৪০ সাইজের পাথর তিন হাজার ৭০০ টাকা থেকে বেড়ে চার হাজার ১০০ টাকা টন বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে পাথর কিনতে আসা হাফিজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, এক সপ্তাহের ব্যবধানে টনপ্রতি পাথরের দাম বেড়েছে ৪০০-৫০০ টাকা। এরপরও চাহিদামতো পাথর পাচ্ছি না। দাম বাড়ায় আমরা যারা বিভিন্ন প্রজেক্টে পাথর সরবরাহ করি তাদের লোকসান গুনতে হচ্ছে। কারণ কোম্পানির সঙ্গে  আমরা যে দামে চুক্তি করেছি সেই দামে পাথর সরবরাহ করতে হয়। কিন্তু দাম বাড়ার ফলে আমরা তো বাড়তি দাম পাচ্ছি না। আগের দামেই পাথর সরবরাহ করতে হচ্ছে আমাদের। তবে কেউ কেউ লোকসান থেকে বাঁচতে পাথর সরবরাহ বন্ধ করে দিয়েছেন।

বন্দরে পাথর কিনতে আসা নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, মডার্ন থেকে যমুনা সেতু পর্যন্ত যে চারলেনের সড়ক হচ্ছে সেখানে পাথর সরবরাহ করছি। হিলি স্থলবন্দর থেকে পাথর কিনে আমরা সেখানে সরবরাহ করি। কিন্তু ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পাথরের দাম দিন দিন বেড়েই চলছে। এক সপ্তাহের ব্যবধানে টনপ্রতি ৪০০-৫০০ টাকা  বেড়েছে। কিন্তু আমরা কোম্পানির সঙ্গে যে মূল্যে পাথর সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি, দাম বাড়ায় আগের রেটে সরবরাহ করতে পারছি না। এজন্য ক্ষতির মুখে পড়েছি। মেগা প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে। সেগুলোতে পাথর সরবরাহ করতে না পারায় কাজে ব্যাঘাত ঘটছে। সংশ্লিষ্টদের কাছে দাবি, ভারতীয় এই সিন্ডিকেটকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাহলে আমরা আগের দামে পাথর পাবো। এতে সরকারের মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ হবে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, এক সপ্তাহ ধরে পাথরের দাম বাড়তি। কারণ ভারতের যে অঞ্চল থেকে দেশে পাথর আমদানি হচ্ছে সেখানে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এজন্য মূলত দাম বেড়েছে। আমরা কম দামে পাথর পাচ্ছি না। যে পরিমাণ চাহিদা তার অর্ধেকও পাচ্ছি না। এজন্য দেশের বাজারে পাথরের দাম বেড়েছে।

ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট, হিলিতে বেড়েছে পাথরের দাম

তিনি বলেন, বেশি দাম দিয়ে পাথর কিনতে হচ্ছে আমাদের। সেজন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া দেশে ইটের দাম বাড়ায় পাথরের চাহিদা আগের তুলনায় বেড়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন মেগা প্রকল্পগুলো ও কিছু সড়ক পাথর দিয়ে করা হচ্ছে। মাঝে করোনার কারণে অনেক প্রকল্পের কাজে কিছুটা ধীরগতি এসেছিল। এখন সবগুলো প্রকল্পের কাজ জোরেশোরে চলছে। এজন্য পাথরের চাহিদা বেড়েছে কয়েকগুণ। এই চাহিদাকে পূঁজি করে ভারতীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রফতানি কমিয়ে দিয়েছেন। ফলে দাম বেড়ে গেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি দিয়ে ভারত থেকে দেশে পাথর আমদানি অব্যাহত রয়েছে। তবে পাথর আমদানি অর্ধেকের নিচে নেমেছে। এক সপ্তাহ আগে যেখানে বন্দর দিয়ে ১০০-১২০ ট্রাক পাথর আমদানি হতো এখন সেখানে ৫০-৬০ ট্রাক আমদানি হচ্ছে। বন্দর দিয়ে পাথর আমদানি কমের কারণে সরকার যেমন রাজস্ব বঞ্চিত হচ্ছে তেমনি বন্দর কর্তৃপক্ষও দৈনন্দিন আয় থেকে বঞ্চিত হচ্ছে। এটি ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে হয়েছে।

/এএম/
সম্পর্কিত
গাজায় গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
ভারতে সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান ঢাকার
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত