X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আবু ত্ব-হার বন্ধু সিয়ামকে চাকরি থেকে বরখাস্ত

রংপুর প্রতিনিধি
২০ জুন ২০২১, ২০:৩০আপডেট : ২০ জুন ২০২১, ২০:৩০

ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে বাসায় রেখে আত্মগোপনে থাকতে সহায়তা করার অপরাধে তার বন্ধুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রবিবার (২০ জুন) বিকালে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আদনানের বন্ধু সিয়াম ইবনে শরীফ। তিনি রংপুর নগরীতে মোবাইল ফোন কোম্পানি অপো’র মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন জানিয়েছেন। রবিবার অফিসে আসলে তাকে চাকরিচ্যুতির কথা জানানো হয়।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বন্ধু সিয়াম জানান, আবু ত্ব-হা আদনান তার বাল্যকালের বন্ধু। তারা একসঙ্গে স্কুল-কলেজে লেখাপড়া করেছেন। কিন্তু তাদের গাইবান্ধার ত্রিমোহনীর বাড়িতে তিন সহযোগীসহ আদনানের আত্মগোপনে থাকার বিষয়টি তিনি জানতেন না বলে দাবি করেন। চাকরির কারণে রংপুরে অবস্থান করায় বিষয়টি সম্পর্কে তার বাড়ি থেকেও কিছুই জানানো হয়নি।

কান্নাজড়িত কণ্ঠে চাকরি হারানোর বিষয়টি জানিয়ে সিয়াম বলেন, ‘আদনান শুক্রবার তার শ্বশুরবাড়িতে ফিরে আসার পর গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি, সে আট দিন আমাদের বাড়িতেই আত্মগোপন করে ছিল। এ বিষয়টি পুলিশের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ায় মোবাইল ফোন কোম্পানি অপো আমাকে চাকরিচ্যুত করেছে। এটি আমার প্রতি চরম অবিচার। আমার কোনও অপরাধ নেই। অথচ আমার বাড়িতে আদনানের আত্মগোপনে থাকা এবং আমি তার সন্ধান চেয়ে মানববন্ধনে অংশ নিয়েছিলাম বলেই চাকরিটা হারালাম। আল্লাহ এর বিচার করবেন! আমি সত্যিই কিছু জানতাম না।’

তার মা নিশাদ নাহার কেন বাসায় আশ্রয় দেওয়ার বিষয়টি জানালেন না, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সিয়াম বলেন, ‘আদনান তো প্রায়ই আমাদের বাড়িতে যেত। ও তো আমার স্কুল এবং কলেজ ফ্রেন্ড। আমাদের একসঙ্গে বেড়ে ওঠার অনেক স্মৃতি। খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের। তার স্ত্রীকে নিয়েও আমাদের গ্রামে যেত। আর এবার নাকি সে আমার মাকে অনুরোধ করেছিল, তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি কাউকে না জানানোর জন্য। পুলিশ তাকে উদ্ধারের পরই এটা জানতে পেরেছি।’

তিনি বলেন, ‘আমি মানসিকভাবে বিপর্যস্ত। সবাই আমাকে আমাকে ভুল বুঝছে। অনেক গণমাধ্যমে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে একদিকে  আমার ও আমার পরিবারের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটিত হওয়া প্রয়োজন। আসলে কী ঘটেছে, তা দেশবাসীর কাছে কাছে স্পষ্ট হওয়া দরকার।’

প্রসঙ্গত, গত ১০ জুন ইসলামি বক্তা হিসেবে পরিচিত আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে পরিবার দাবি করে। এ ঘটনায় রংপুর কোতয়ালি থানায় একটি জিডি করা হয়। তার সন্ধানের দাবিতে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেন বন্ধু-স্বজনসহ সাধারণ মানুষ। বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবেও আলোচিত হয়। নিখোঁজের আট দিন পর শুক্রবার দুপুরে তার দুই সঙ্গীসহ রংপুর নগরীর চারতলা এলাকায় মাস্টারপাড়া মহল্লায় শ্বশুর আজহারুল ইসলামের বাড়িতে আসেন তিনি। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ আবু ত্ব-হা আদনানসহ তিনজনকে নগরীর সেন্ট্রাল রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে আবু ত্ব-হা আদনান জানান তিনি স্বেচ্ছায় গাইবান্ধার ত্রিমোহনীতে বন্ধু সিয়ামের বাসায় আত্মগোপন করে ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
আবু ত্ব-হার ‘আত্মগোপনের’ কথা বিশ্বাস হচ্ছে না মায়ের
নিখোঁজ আবু ত্ব-হাসহ ৪ জনের সন্ধান চেয়েছে আসক
আবু ত্ব-হা’কে অক্ষত অবস্থায় ফেরত দিন: খেলাফত মজলিস
সর্বশেষ খবর
ওয়ারীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ওয়ারীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
বনানীতে বিএনপির সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক
বনানীতে বিএনপির সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক
সোমবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা
সোমবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা
মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে: প্রধান উপদেষ্টা
মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে: প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি