X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বাবাকে মেরে বাড়িছাড়া করলো ছেলে!

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
২৩ আগস্ট ২০২০, ১৭:২৮আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৯:৩০

 



ভুক্তভোগী বাবা আব্দুর রহিম পকেট খরচের জন্য নিজের পালিত একটি ছাগল বাজারে বিক্রি করে দেওয়ার ‘অপরাধে’ বাবাকে মেরে বাড়িছাড়া করলো ছেলে! বাবারই মালিকানাধীন বাড়ি থেকে মেরে ছেলে তাকে তাড়িয়ে দিয়েছে। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (খাকরতলা) গ্রামে ঘটেছে এই ঘটনা।

নির্যাতিত পিতা করোনার ঝুঁকির মধ্যেই এখন বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ থানায় মার্ক করে পাঠানোর কথা বললেও সেই কাগজটি পাননি বলে জানালেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঠাকুরগাঁও প্রবীণহিতৈষী সংঘের সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান।

ভুক্তভোগী ওই বাবার নাম আব্দুর রহিম। তিনি অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বাকি সময় ছেলের সংসারে ফরমায়েশ খাটতেন। কিন্তু পুত্র শফিরুল তার পিতাকে কখনও পকেট খরচের টাকা দিতেন না। করোনাকালে কাজকর্ম না থাকায় পিতা আব্দুর রহিম তার পালিত একটি খাসি বাজারে বিক্রি করে দেন। একথা জানতে পেরে শফিরুল তার পিতার কাছ থেকে সমুদয় টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে শুক্রবার (২১ আগস্ট) সকালে ছাগল বিক্রির টাকা থেকে দুই-তিনশ টাকা চাইলে ছেলে তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে পিতা-পুত্রের মাঝে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বখাটে পুত্র পিতাকে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অপমানবোধে পিতা আব্দুর রহিম আর বাড়ি ফিরে আসেননি। এমনকি শফিরুলও পিতাকে বাড়ি ফিরিয়ে আনতে যায়নি। উপায়ান্তর না পেয়ে তিনি তার ভাইয়ের ছেলে আব্দুল মালেকের বাড়িতে রাতযাপন করেন।

এদিকে শনিবার (২২ আগস্ট) সকালে আব্দুর রহিম ছেলের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় তিনি বর্তমানে বাড়ির বাইরে অবস্থান করছেন।


নির্যাতিত আব্দুর রহিম বলেন, আমার বাড়ি আমার ঘর। কিন্তু আমাকেই বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে। এর আগেও কয়েকবার আমাকে মেরেছে। পান থেকে চুন খসলেই গায়ে হাত দেয়।

অপমানে লজ্জায় প্রথমদিকে বাবা চুপচাপ এসব সহ্য করে ছেলেকে বোঝানোর চেষ্টা করলেও ব্যাপারটা সহ্যের বাইরে চলে যাওয়ায় এখন বিচারপ্রার্থী হয়েছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই বয়সে করোনা মহামারির মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে নিজের গড়া বাড়ি থেকেও উচ্ছেদ হতে হচ্ছে।

এ বিষয়ে আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, বিষয়টি আমি শুনেছি। পিতার গায়ে হাত তোলা ছেলেটি বখাটে। তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। না হলে এ ধারা চলতে থাকলে সমাজে খুব খারাপ অবস্থা তৈরি হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশনা দিয়েছি। কাজেই ওই ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিবার (২৩ আগস্ট) দুপুরে এ বিষয়ে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান টেলিফোনে বলেন, এরকম কোনও ঘটনা আমার জানান নেই। অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নিতাম। আমাকে যারা খবরটি দিয়েছেন, তাদের বলেছি ওই বৃদ্ধকে যেন থানায় পাঠিয়ে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রবীণহিতৈষী সংঘ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, প্রবীণ অধিকার সংরক্ষণে আমাদের দেশ পিছিয়ে আছে। করোনায় সবচেয়ে বেশি মারা যাচ্ছেন প্রবীণরা। কিন্তু এই সময়ে যদি নিজ সন্তান নিজের প্রবীণ বাবাকে মেরে বাড়ি থেকে বের করে দেন তাহলে তিনি কোথায় যাবেন। তিনি বলেন, প্রবীণদের ওপর যেকোনও অত্যাচারে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে প্রবীণ অধিকার আইন সংস্কার করা জরুরি। এমন অনেক প্রবীণ আছেন, অন্যায়ের শিকার হলেও যাদের বিচার চাওয়ার শারীরিক শক্তিটুকুও নেই। তাদের জন্য রাষ্ট্রীয় নজরদারি থাকা প্রয়োজন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত