X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে মোল্লাতন্ত্র: মেনন

পঞ্চগড় প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৯

 

রাশেদ খান মেনন (ফাইল ছবি) বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মোল্লাতন্ত্র বিভেদ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘মোল্লাতন্ত্রের জন্যই আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামের নেতারা মানবতাবিরোধী অপরাধের জন্য ফাঁসিতে ঝুলেছে। তাদের দল এখন নিস্ক্রিয়। তবে মোল্লাতন্ত্র এখনও বাংলাদেশের সামনে বড় বিপদ হিসেবে রয়ে গেছে। তারা সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ সৃষ্টি করছে। নানাভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আহমদনগর এলাকায় সম্প্রতি আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ওপর স্থানীয়দের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘আমি শুনেছি, এখানকার ঘটনার সঙ্গে হেফাজতে ইসলামেরও যোগ রয়েছে। আহমদিয়াদের যদি অমুসলিম ঘোষণা করতে হয়, তাহলে আগাখানিদের আমরা কী বলবো? শিয়াদের কী বলবো? বাহাই নৃগোষ্ঠীদের কী বলবো? এটি পাকিস্তান নিয়ন্ত্রিত জামায়াত ইসলামের কূটচেষ্টার সঙ্গে যুক্ত হয়ে নতুন রূপে আবির্ভূত হতে যাচ্ছে। পাকিস্তান আহমদিয়াদের অমুসলিম ঘোষণাসহ এমন কোনও কাজ নেই যা করেনি। পঞ্চগড়ের মানুষ শান্তিপ্রিয়, এটা বাইরে থেকে পরিকল্পিত আক্রমণ।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশই কেবল নয়, দেশটির সংবিধান সব ধর্মের মানুষের চিন্তার স্বাধীনতা দিয়েছে। এ ঘটনায় আমার দলের পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিন্দা জানাচ্ছি। এ ধরনের সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির অপচেষ্টা যেন আর না ঘটতে পারে সেজন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। এমনকি এ ঘটনায় জড়িতরা যেই হোক তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ সময় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, আহমদিয়া মুসলিম জামাতের নায়েব ন্যাশনাল আমির (গণসংযোগ ও বহিঃসম্পর্ক বিভাগ) আহমদ তবশির চৌধুরী, আহমদনগর আহমদিয়া মুসলিম জামাতের সভাপতি তাহের যুগলসহ আহমদিয়া সম্প্রদায় ও ওয়ার্কার্স পার্টির নেতারা উপস্থিত ছিলেন।


/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু