X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

দিনাজপুর-৩ আসনে ফ্যাক্টর বিএনপির ভোট

বিপুল সরকার সানি, দিনাজপুর
২২ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৭

দিনাজপুর-৩ আসনের প্রার্থীরা দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ভোটাররা বলছেন, বিএনপির ভোট যিনি পাবেন; তিনিই হবেন এখানকার এমপি। কারণ, এই আসনের বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রার্থিতা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ইকবালুর রহিম। তিনি ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে এখানে এমপি নির্বাচিত হন।

ভোটাররা বলছেন, সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রার্থিতা স্থগিত হওয়ায় এই আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে শক্ত কোনও প্রতিদ্বন্দ্বী নেই। গত ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রার্থিতা স্থগিতের আদেশ দেন।

এই আসনে লড়ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী বদিউজ্জামান বাদল। তিনিও বিভিন্ন স্থানে গণসংযোগ চালাচ্ছেন। মূলত বদিউজ্জামান বাদল শিক্ষকনেতা। সেই হিসেবে তার বেশ পরিচিতিও রয়েছে। এছাড়াও কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সঙ্গে তিনি জড়িত। এই হিসেবে বিভিন্ন গ্রামাঞ্চলে তিনি প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র খাইরুজ্জামান, বাংলাদেশ মুসলীম লীগের সৈয়দ মাহমুদ উল করিম ও বিকল্পধারা বাংলাদেশ’র আশরাফুল ইসলামের কোনও প্রচার-প্রচারণা নেই। ভোটারদের সঙ্গে তাদের কোনও সংশ্লিষ্টতাও নেই। সেই হিসেবে বিএনপির ভোট যার পক্ষে যাবে তিনিই হবেন এমপি।  

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মস্থান দিনাজপুর জেলা। তার বড় বোন খুরশীদ জাহান হক এই আসনে মন্ত্রী ছিলেন। বিএনপি চেয়ারপারসনের জন্মস্থান হওয়ায় এই জেলায় বিএনপির আলাদা অবস্থান রয়েছে। তবে, ২০০৮ ও ২০১৪ সালে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপির সেই অবস্থান কিছুটা কমেছে।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। মেয়র পদে থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না জানিয়ে দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনের কাছে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর প্রার্থিতা ফিরে পেতে সৈয়দ জাহাঙ্গীর আলম হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। এরইমধ্যে কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ড দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোফাজ্জল হোসেন দুলালকে চূড়ান্ত মনোনয়ন দেন। কিন্তু, মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে থেকেও সৈয়দ জাহাঙ্গীর আলম সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে হাইকোর্ট রায় দেন। এই রায় ঘোষণার পর কেন্দ্রীয় বিএনপি মোফাজ্জল হোসেন দুলালকে বাদ দিয়ে বিএনপির প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এদিকে মেয়র পদে থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না চ্যালেঞ্জ করে আশরাফুল আলম নামে এক ব্যক্তি আইনজীবী সত্যরঞ্জন মন্ডলের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি পিটিশন (সিভিল পিটিশন নম্বর-৪৬৬০/২০১৮) দাখিল করেন। গত ১৮ ডিসেম্বর ৭ জন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ বেঞ্চ সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রার্থিতা স্থগিতের আদেশ দেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি  
৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি  
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’