X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

রংপুরে ৩টি আসনের এলাকা পুনঃনির্ধারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

রংপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৫:২৩আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৫:২৩

রংপুর

নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ৩টি সংসদীয় এলাকা পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এ ঘোষণাকে কেন্দ্র করে এলাকাবাসী ও প্রধান রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিএনবি এটাকে গভীর ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে।অন্যদিকে জাতীয়পার্টি এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানালেও আওয়ামী লীগ এটাকে স্বাগত জানিয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুরের ৩টি সংসদীয় আসনের এলাকা পুনঃনির্ধারণ করে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়েছে। আসনগুলো হলো রংপুর ১,৩ ও ৪। রংপুর ৪ আসনের সীমানা নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনও প্রতিক্রিয়া না জানালেও ১ও ৩ নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ আছে।

রংপুর ৪ আসন নিয়ে এলাকাবাসী জানান,এতে কোনও সমস্যা নেই। কারণ আগেও এই সব এলাকা রংপুর ৪ আসনের মধ্যে ছিল। তবে রংপুর সিটি করপোরেশন হওয়ার পর কিছু এলাকা সিটি করপোরেশনের মধ্যে চলে গেছে। তবে রংপুর ৩ আসনের বেশ কিছু এলাকা রংপুর ১ আসনের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। ১ আসনের মধ্যে রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড দেওয়া হয়েছে। যে কারণে এলাকাবাসীর সমস্যা হবে।

এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশনের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদ আলী ও মমতাজ আলীসহ অনেকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেন,‘এই এলাকাকে ১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত করায় আমাদের এমপির সঙ্গে দেখা করতে হলে ২০ কিলোমিটার দূরে যেতে হবে। যেটা আমাদের পক্ষে কষ্টকর ও অসম্ভব।’

এ ব্যাপারে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড এর আগেও রংপুর ১ আসন গঙ্গাচড়ার মধ্যে ছিল। তবে ৮ ও ৯ নম্বর ওয়ার্ড ছিল সাবেক তপধন ইউনিয়ন। পরবর্তীকালে সেটি রংপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আগে রংপুর সদর ৩ আসনের মধ্যে ছিল। এই ওয়ার্ড দুটি রংপুর ১ আসনের মধ্যে দেওয়ায় ওই এলাকার জনগণ অসুবিধায় পড়বে। তিনি ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে বাদ দিয়ে ১ আসনের সীমানা পুনঃনির্ধারনের দাবি জানান।

এ ব্যাপারে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, রংপুর ১, ৩ ও ৪ আসনের সীমানা পুনঃনির্ধারন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের গভীর চক্রান্তে অংশ। এ ধরণের গণবিজ্ঞপ্তি হঠাৎ করে অল্প সময় দিয়ে প্রকাশ করা বিধি সম্মত নয় সে কারনে এ বিজ্ঞপ্তি বাতিলের  দাবি জানান তিনি।

অপরদিকে রংপুর জেলা আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল জানান জেলা আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করে।

 আরও পড়ুন: মংলায় নির্মিত হচ্ছে দেশের দ্বিতীয় জ্বালানি তেল স্টেশন

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নসরুল হামিদের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টসহ ৭০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নসরুল হামিদের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টসহ ৭০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ভাত খাওয়ার সময় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
ভাত খাওয়ার সময় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
ইকুয়েডরে মোরগ লড়াই চলাকালে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আটক ৪
ইকুয়েডরে মোরগ লড়াই চলাকালে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আটক ৪
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম