X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বগুড়ায় ছুরিকাঘাত করে একজনের টাকা ও আরেকজনের অটোরিকশা ছিনতাই

বগুড়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ২২:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২২:৩৪

বগুড়ায় ছুরিকাঘাত করে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির টাকা এবং আরেকজনের অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার দুপুরে শাজাহানপুরে ও মঙ্গলবার রাতে শহরের চকসুত্রাপুর এ দুটি ঘটনা ঘটে।

এর মধ্যে শাজাহানপুরে বুধবার দিনদুপুরে নিতেশ গাঙ্গুলী (৫০) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। দুপুরে উপজেলার বনানী পর্যটন মোটেল এলাকায় এ ঘটনা ঘটে। আহত নিতেশ গাঙ্গুলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নিতেশ গাঙ্গুলী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়ার মৃত নিত্যানন্দ গাঙ্গুলীর ছেলে। তিনি রেনজিট এগ্রো সাইন্স লিমিটেডের বিক্রয় প্রতিনিধি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিতেশ গাঙ্গুলী বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে কাজে যাচ্ছিলেন। বনানী পর্যটন মোটেল এলাকায় গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। আহত অবস্থায় পথচারীরা তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত হওয়ার কথা শুনেছি। বিকাল পর্যন্ত মামলা হয়নি। ভুক্তভোগী ব্যক্তি মামলা করলে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

অপরদিকে, বগুড়া শহরে যাত্রী বেশে ছিনতাইকারীরা ইব্রাহিম হোসেন (৪৫) নামের এক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার রাতে শহরের চকসুত্রাপুর এলাকায় রানার সিটি এলাকায় এ ঘটনা ঘটে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইব্রাহিম হোসেন বগুড়া সদরের ভাটকান্দি মধ্যপাড়ার নাজির হোসেনের ছেলে। 

ইব্রাহিমের স্ত্রী শাহানারা বেগম জানান, ইব্রাহিম ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে দুজন নারী শহরের জলেশ্বরীতলায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামন থেকে তার ইজিবাইকে উঠেন। তাদের শহরের চকসুত্রাপুর যাওয়ার কথা। ইজিবাইক চকসুত্রাপুর এলাকায় পৌঁছালে দুই নারী যাত্রী থামতে বলেন। থামার সঙ্গে সঙ্গে তিন জন ছিনতাইকারী ইব্রাহিমকে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে পথচারীরা এসে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বুধবার সদর থানায় মামলা করেছেন। বিকাল পর্যন্ত ইজিবাইকের সন্ধান পাওয়া যায়নি।

/এএম/
সম্পর্কিত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
চোরাই মোটরসাইকেল-দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার
মিরপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ১
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ