X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

রাজশাহী বিভাগের ৯১৩টি চালকলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

রাজশাহী প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১৯:৫৮আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৯:৫৮

রাজশাহী বিভাগের ৯১৩টি চালকলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ দিয়েছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দফতর। বৃহস্পতিবার (২০ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ে এ সুপারিশ পাঠিয়েছে তারা। চালকলের বিরুদ্ধে কী শাস্তি নেওয়া হবে তা ঠিক করবে মন্ত্রণালয়।

মূলত সরকারি গুদামে চাল দেওয়ার চুক্তি না করা ও ঠিকমতো চাল না দেওয়ার  কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের লাইসেন্স বাতিলে সুপারিশ করা হয়েছে।

রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দফতর সূত্রে জানা গেছে, সরকারি গুদামে চাল দেওয়ার চুক্তি না করা ও ঠিকমতো চাল না দেওয়ায় ৯১৩ মিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে চুক্তিযোগ্য ছিল, কিন্তু চাল দেওয়ার চুক্তি করেনি এমন মিলের সংখ্যা ৭৫১টি। এর মধ্যে ৪৫টি অটো রাইস মিলস। আর বাকিগুলো হাসকিং মিলস। এ ছাড়া চুক্তি করে গুদামে চাল দেয়নি এমন মিলের সংখ্যা ১৬২টি। লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ চাল দিয়েছে এমন মিলের সংখ্যা ৩০টি। আর ৫০ শতাংশ চাল দিয়েছে এমন মিলের সংখ্যা ৭১টি।

এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দফতরের সহকারী উপ-পরিচালক ওমর ফারুক বলেন, ‘বিভাগের যেসব মিল চাল দেয়নি বা চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি এমন মিল সংখ্যার একটি তালিকা আমরা করেছি। রাজশাহী বিভাগের ৯১৩টি মিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সুপারিশ করেছি। তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা মন্ত্রণালয় ঠিক করবে।’

এ খাদ্য কর্মকর্তা আরও বলেন, ‘চুক্তিপত্র অনুযায়ী, চলতি মৌসুমে যারা ৫০ থেকে ৮০ শতাংশ চাল দিয়েছে তাদের জামানত থেকে টাকা কেটে নিয়ে জরিমানা করার সুপারিশ করেছি। পাশাপাশি যারা চালই দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। এক্ষেত্রে তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা এলে সেটি আমরা কার্যকর করবো।’

এদিকে, চলতি মৌসুমে রাজশাহী বিভাগের জেলাগুলোতে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ধান-চাল সংগ্রহের সময়সীমা কয়েকদফা বাড়ানো হলেও তাতেও কোনও সুফল আসেনি। যার ফলে লক্ষ্যমাত্রা না পূরণ করেই  সংগ্রহ অভিযান শেষ করেছে খাদ্য বিভাগ।

রাজশাহী আঞ্চলিক খাদ্য বিভাগের তথ্যানুযায়ী, আট জেলায় ৫৬ হাজার ৩৫৯ টন লক্ষ্যমাত্রার বিপরীতে ধান সংগ্রহ হয়েছে মাত্র ৩৯৫ টন, যা লক্ষ্যমাত্রার মাত্র সাত শতাংশ। প্রতি মণ এক হাজার ৩২০ টাকা দরে সরকারি গুদামে বেশি ধান দেয়নি কৃষকরা। রাজশাহী অঞ্চলের হাট-বাজার ও মোকামে কৃষকরা ধান বিক্রি করেছে এক হাজার ৪৫০ টাকা দরে, যা সরকারি মূল্যের চেয়ে ১৩০ টাকা বেশি।

চলতি মৌসুমে রাজশাহী বিভাগের আট জেলায় এক লাখ ১১ হাজার ২৬৩ টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল। মৌসুম শেষে সংগ্রহ হয়েছে ৯৪ হাজার ৭০৭ টন। আতপ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৮৯১ টন। সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৫২৯ টন।

কৃষকরা বলছেন, সরকারি গুদামে ধান দেওয়ার পরিবেশ নেই। আবার দামও কম। সরকারি গুদামে বাকিতে ধান বিক্রি করতে হয়। টাকা পেতে ঝামেলা পোহাতে হয়। বিপরীতে হাট-বাজারে তারা নগদে ধান বিক্রি করতে পারেন।

খাদ্য বিভাগেরই বিভিন্ন সূত্র বলছে, সরকারি গুদামের দেওয়া মূল্যের সঙ্গে খোলা বাজারে চালের মূল্য বেশি হওয়ায় মিলারদের গুদামে পড়ে থাকা আগের বছরগুলোর পুরোনো চালই বেশি এসেছে সরকারি গুদামে। পুরোনো এসব চালের খাদ্য মূল্য, পুষ্টিমান ও ব্যবহারযোগ্যতা নতুন চালের তুলনায় অনেক কম। ক্রয় লক্ষ্যমাত্রা পূরণে গুদাম কর্মকর্তারা মানহীন এসব পুরনো চাল কিনে গুদামে ভরেছে। মিল মালিকরাও লাইসেন্স বাঁচাতে পুরোনো চাল গুদামে দিয়েছেন। অনেক মিল মালিক ভারত থেকে আমদানি করা পুরোনো চাল গুদামে দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত