মাগুরার সেই শিশুর ধর্ষকদের তিন দিনের মধ্যে ফাঁসি কার্যকর করাসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের শিক্ষার্থী ফাতিন আলমাস অপূর্ব। রবিবার (৯ মার্চ) দুপুর দেড়টায় তিনি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে একাই অনশন শুরু করেন।
তার দাবিগুলো হলো-
১. ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড (ফাঁসি) নিশ্চিত করতে হবে। বিশেষ করে, মাগুরার সেই শিশুকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িত অপরাধীদের আগামী তিন দিনের মধ্যে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে; ধর্ষণ বর্তমানে দেশের অন্যতম গুরুতর সামাজিক সমস্যা।
২. স্বাধীন বিচারব্যবস্থার আওতায় ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল বা ধর্ষণ প্রতিরোধ কমিশন গঠন করতে হবে এবং ধর্ষণের ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৩. প্রয়োজনে বিশেষ অনুসন্ধান টিম গঠন করে উপযুক্ত তথ্যপ্রমাণ সংগ্রহের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
অনশনরত অপূর্ব বলেন, ‘বাংলাদেশে প্রতিনিয়ত একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ সরকারকে নিতে দেখা যাচ্ছে না। যার ফলে ধর্ষকরা আরও সাহস পেয়ে বসে। ধর্ষকের একমাত্র শাস্তি চাই মৃত্যুদণ্ড। তাহলে এর থেকে রেহাই পাওয়া সম্ভব।’