X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

৫৭৮ কোটি টাকার কাজ বন্ধ করে দিলেন বিএনপির নেতারা, অভিযোগ ঠিকাদারের

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ২১:৩৩আপডেট : ০২ মার্চ ২০২৫, ২৩:১৮

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে ৫৭৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঠিকাদার। এ নিয়ে গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রকল্পটির সাব-ঠিকাদার সোহেল রানা। অভিযোগের অনুলিপি উপজেলা সেনাক্যাম্প, থানার ওসি ও কাজলা ইউনিয়ন মেম্বারের কাছে দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের মাদারগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় ৫৭৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পটির ৬ ও ৭ নম্বর প্যাকেজের কাজ বাস্তবায়ন করছে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। সোহেল রানা ওই প্রকল্পে জিও ব্যাগ ডাম্পিং করার কাজে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। গত বছর থেকে তিনি জিও ব্যাগ ফেলার কাজ করে আসছেন। এ অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক প্রামাণিক এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের নেতৃত্বে ৫০-৬০টি মোটরসাইকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনী তার প্রকল্প সাইডে হামলা চালান। তারা প্রকল্পের ম্যানেজার জুয়েলকে বেধড়ক মারধরের পর প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। পরে প্রকল্পের সব কাজ বন্ধ করে দেন বিএনপির নেতারা।

এ বিষয়ে সাব-ঠিকাদার সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক এবং সাধারণ সম্পাদক মহিদুল আমার ম্যানেজারকে মারধর করে প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছি আমি। তবে গত দুই দিনেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক প্রামাণিক বলেন, ‘সাব-ঠিকাদার সোহেল রানার অভিযোগ মিথ্যা। নদীর তীর সংরক্ষণের কাজে আমরা বাধা দিইনি। সোহেল রানা নাশকতার মামলার আসামি। আমার জানামতে  প্রকল্পের কাজ এখনও চলমান আছে।’

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘রবিবার বিকাল পর্যন্ত অভিযোগের অনুলিপি হাতে পাইনি। পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট: যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
সিপিবিসহ বাম দলগুলোর সঙ্গে বিএনপির সাক্ষাৎ হচ্ছে রবিবার
সর্বশেষ খবর
জেলের জালে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ, নদীতে অবমুক্ত
জেলের জালে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ, নদীতে অবমুক্ত
গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধের সুপারিশ 
গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধের সুপারিশ 
শ্রীপুরে নির্মাণাধীন বাড়ির সানসেট ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু
শ্রীপুরে নির্মাণাধীন বাড়ির সানসেট ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে ‘হত্যা করে’ থানায় স্বামী
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে ‘হত্যা করে’ থানায় স্বামী
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে