X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বিয়েবাড়িতে জোরে গান বাজানোয় ভাতিজার বাসরঘর ভাঙচুর, চাচাকে জুতাপেটা

নাটোর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫০

বিয়েবাড়িতে সাউন্ডবক্সে জোরে গান বাজানোয় ভাতিজার বাসরঘর ভাঙচুর ও তছনছ করায় চাচাকে জুতাপেটা ও জরিমানা করার ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে এক সালিশি বৈঠকে এ দণ্ড দেওয়া হয়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে জয়ন্তীপুর গ্রামের আরাফাত শাহের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে সাউন্ডবক্সে জোরে গান বাজানো হচ্ছিল। এর প্রতিবাদ করেন তার চাচা আওয়াল শাহ। একপর্যায়ে তিনি ও তার ছেলেরা বাসরঘর তছনছ ও ভাঙচুর করেন এবং বরকে মারধর করেন।

দয়ারামপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বাসরঘর ভাঙচুর করার ঘটনায় গতকাল সন্ধ্যার পর গ্রামে সামাজিক সালিশ বসে। গভীর রাত পর্যন্ত সালিশ চলে। সালিশে মিন্টু আলী শাহের ছেলে আরাফাত শাহ (২১) অভিযোগ করেন, বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ডবক্সে গান বাজছিল। এ সময় তার বড় চাচা আওয়াল শাহ ও তার ছেলেরা বাড়িতে এসে কেন জোরে গান বাজানো হচ্ছে, জানতে চান। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে তার বড় চাচা ও তার ছেলেরা তাকে বাসরঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান ও মারধর করেন। তারা বাসরঘরের খাট ও সাজানো জিনিসপত্র তছনছ করে চলে যান। যাওয়ার সময় বরের নানি রেজিয়া বেগমকেও মারধর করা হয়। বৈঠকে জোরে গান বাজানোর নিন্দা জানানো হয়। কিন্তু বাসরঘর ভাঙচুর ও মারধর করার ঘটনায় শাস্তির সিদ্ধান্ত হয়। পরে বরের চাচা আওয়াল শাহকে ৫টি জুতার বাড়ি ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সালিশের প্রধান দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জানান, তিনিসহ সালিসে সাবেক ইউপি সদস্য আবদুল জলিল, গ্রামপ্রধান আবদুর রবসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। সর্বসম্মতিক্রমে আওয়াল শাহকে ৫টি জুতার বাড়ি ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে গ্রামে জোরে মাইক বাজানোর জন্য আরাফাতকে তিরস্কার করা হয়েছে।

আওয়াল শাহ বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকেও তারা জোরে গান বাজাচ্ছিল। হইচই করছিল। এতে আমরা ঘুমাতে পারছিলাম না। তাই ভাতিজাকে একটু শাসন করেছিলাম। অথচ এর জন্য আমাকে সমাজের লোকজন কি না করল। আমি সমাজের লোক হওয়ায় প্রতিবাদ করিনি। তবে কষ্ট পাইছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
দূষণরোধী অভিযান: ২৫ কোটি টাকা জরিমানা, ৬৭০ ইটভাটা বন্ধ
স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: গোপালগঞ্জ জেলা শ্রমিক লীগ নেতা কারাগারে
দখল-দূষণে খরস্রোতা বড়াল এখন মরা খাল
সর্বশেষ খবর
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে পুড়লেন দুই বোন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে পুড়লেন দুই বোন
নারায়ণগঞ্জে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
নারায়ণগঞ্জে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা
দুই মাসের জন্য মাঠের বাইরে রুডিগার!
দুই মাসের জন্য মাঠের বাইরে রুডিগার!
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়