রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী, আলীপুর ও সাগরপাড়া এলাকায় কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
স্থানীয়রা জানান, রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত ওই কুকুরটি মানুষকে কামড় দিতে শুরু করে। এতে মানুষের মাছে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার সন্ধ্যায় লোকজন সাগরপাড়া মহল্লায় কুকুরটিকে দেখতে পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। এরপর আতঙ্ক কমেছে।
গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া কয়েকজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গিয়েছেন।
গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিশালবাড়ীর বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, সোমবার বিকালের দিকে আমার ছেলে বাড়ির পাশে খেলছিল। তখন একটি পাগলা কুকুর শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। গুরুতর অবস্থায় আমার ছেলেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করি।
গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার হোসেন আলী বলেন, গত রবিবার সকালে বাড়ির পেছনে আমার ৪ বছরের ছেলে খেলছিল। সেখানে পাগলা কুকুর আমার ছেলেকে কামড় দেয়। তাকে দ্রুত গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার ভ্যাকসিন ফার্মেসি থেকে কেনার জন্য লিখে দেন। তারপর রাজশাহী থেকে এক হাজার টাকায় একটি ভ্যাকসিন নিয়ে আসি।
গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. হাসানুল জাহিদ বলেন, কুকুরের কামড়ের শিকার কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল। জলাতঙ্ক রোগ প্রতিরোধে ভ্যাকসিনসহ তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।