X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

আন্দোলনে আহত সমন্বয়ককে হত্যার হুমকি

রাজশাহী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ২১:৫৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২১:৫৩

রাজশাহী চারঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফা-আরদ্বীন সরকারকে দেয়াল লিখনে হত্যার হুমকি দেওয়া অভিযোগ উঠেছে।

তার পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার সরদহ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে তার নিজ বাড়ির দেয়ালে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লিখে যায়। এতে পরিবারে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত হয়ে অরণ্য সরকার নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য একটি লিখিত অভিযোগ মডেল থানায় জমা দিয়েছেন।

সমন্বয়ক ফা-আরদ্বীন বলেন, ‘জুলাই বিপ্লব ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করছি। এই কার্যক্রম ব্যাহত করার জন্য এভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। তাই জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় ও নিরাপত্তার জন্য মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

তিনি বলেন, ‘রবিবার রাত ১০টার দিকে বাবার সঙ্গে বাজার থেকে বাড়িতে আসি। এ সময় বাড়ির বাইরের দেয়ালে লেখাটি দেখতে পাই। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি।’

চারঘাট মডেল থানা ওসি আফজাল হোসেন জানান, এ বিষয়ে ওই সমন্বয়ক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্ট করছে।

উল্লেখ্য, ফা-আরদ্বীন সরকার সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনিস্টিটিউট রাজশাহীর ইলেক্ট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ৭ জুলাই থেকে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই চারঘাট পল্লি বিদ্যুৎ মোড়ে আন্দোলনরত অবস্থায় গ্রেফতার করে টর্চার সেলে নিয়ে নির্যাতনের ফলে তার আঙুল ও হাঁটুর হাড় ভেঙ্গে ফেলে- যা এখনও চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

/এফআর/
সম্পর্কিত
রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান ও আনিসুল হক
আসামি গ্রেফতারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার স্থগিত
হেলমেট পরে সাংবাদিককে মারধর, পরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কারাগারে
সর্বশেষ খবর
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদের প্রথম জয়
চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদের প্রথম জয়
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ