X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা স্লোগান, শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৪

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের সরকারি লাল বিহারি (এলবিপি) উচ্চবিদ্যালয়ের দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আঁকা গ্রাফিতির ওপর সদ্য স্থগিত হওয়া জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ লেখার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৫ জানুয়ারি) সকালে পৌর শহরের সরকারি লাল বিহারি উচ্চবিদ্যালয়ের দেয়ালে এ চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনও একসময় এটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের পাঁচমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পাঁচমাথা মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে এসে সমবেত হয়।

এ সময় জয়পুরহাট-হিলি সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। রাস্তায় বসে পড়েন তারা। এতে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পাঁচবিবি থানার ওসি কাওসার আলী ঘটনাস্থলে এসে দুর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন, আজিজুর রহমান, ওবায়েদুল হক ও আল মাহামুদ সানি প্রমুখ।

আল আমিন ও আজিজুর রহমান বলেন, পাঁচবিবি সরকারি লাল বিহারি উচ্চবিদ্যালয়ের দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে গ্রাফিতি আঁকা হয়। সেই গ্রাফিতির ওপর শনিবার রাতের আঁধারে  ‘জয় বাংলা’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগ’ লিখেছে দুর্বৃত্তরা। ছাত্রলীগের দুর্বৃত্তরা এটি করেছে। তাদের এত বড় সাহস কী করে হয়েছে। কেন তাদের এখনও গ্রেফতার করা হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে। না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো আমরা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আঁকা গ্রাফিতির ওপর যারা জয় বাংলা স্লোগান লিখেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান ও আনিসুল হক
‘নারী সংস্কার কমিশন ইসলামবিরোধী, অবিলম্বে বাতিল করতে হবে’
রাজধানীতে ঝটিকা মিছিল: ডিবির হাতে গ্রেফতার ১১ জন
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ