X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

অপহরণের শিকার সেই নারী চিকিৎসক পাবনায় উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ২৩:৩০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২৩:৩০

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চিকিৎসককে অপহরণে জড়িত অভিযোগে তিন জনকে আটকের তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে তাকে উদ্ধার করে পাবনা র‌্যাবের একটি দল। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

র‌্যাব-১২-এর পাবনার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে বলেন, অপরহরণকারী একটি চক্র সন্দেহজনকভাবে এই এলাকায় লুকিয়ে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী চিকিৎসককে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার ভোরে নিজ বাসা থেকে অপহরণের শিকার হন নারী চিকিৎসক। তিনি রাজশাহীর একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তাদের বাসা রাজশাহী নগরে। ওই দিন রাতে চন্দ্রিমা থানায় মামলা করেন চিকিৎসকের বাবা। পাবনার সাথিয়া থানার বামনডাঙ্গা গ্রামের আবু হানিফের ছেলে তানজিম খান তাজ নীরব (৩০) এই অপহরণের ঘটনায় জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তানজিম খানের বর্তমান ঠিকানা পদ্মা আবাসিক এলাকার ১০ নম্বর রোডে। বাড়ি পাবনার সাথিয়ায়। প্রায় চার বছর আগে চিকিৎসকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তখন নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। সম্প্রতি বিয়ের প্রস্তাব দিলে জানা যায় তানজিম মূলত ডিম ব্যবসায়ী। প্রতারণার বিষয়টি জেনে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন মামলার বাদী। তখন থেকে চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের হুমকি এবং ভয়ভীতি দেখিয়ে আসছিলেন তানজিম।

সোমবার ভোরে চিকিৎসকের বাবা ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন। রাস্তায় উঠলে পেছন থেকে তানজিম ও তার সহযোগীরা তাকে মারধর করে মুখে স্কচটেপ লাগিয়ে কালো রঙের গাড়িতে (ঢাকা মেট্রো-চ-১৫-৫০৫২) তোলেন। পরে তার পকেটে থাকা চাবি নিয়ে বাসার ভেতরে ঢোকেন। ঘরে ঢুকে তানজিম তার হাতে থাকা রামদা দিয়ে চিকিৎসকের মায়ের মাথায় আঘাত করে রক্তাক্ত করেন। পরে তার মেয়েকে গাড়িতে তুলে নেন। সকাল সাড়ে ১০টার দিকে বাদীকে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় রাস্তার পাশে ফেলে মেয়েকে নিয়ে চলে যান অপহরণকারীরা। তিনি বাড়ি ফিরে রাতে থানায় মামলা করেন।

/এএম/
সম্পর্কিত
৯ দিন পর মুক্তি পেলেন চবির অপহৃত সেই পাঁচ শিক্ষার্থী
শ্রীলঙ্কান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৩ জনকে উদ্ধার
মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ শিরোপা জেতার ‘বড় দায়িত্ব’ আছে লিভারপুলের: স্লট
অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ শিরোপা জেতার ‘বড় দায়িত্ব’ আছে লিভারপুলের: স্লট
প্রথমবার কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
প্রথমবার কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের উপকমিটির সদস্য রিমান্ডে 
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের উপকমিটির সদস্য রিমান্ডে 
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা