X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
ব্যবসায়ী নেতার দাবি

‘৫ আগস্টের পর ঘুষ-দুর্নীতি আরও বেড়েছে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেছেন, ‘চাঁপাইনবাবগঞ্জে ৫ আগস্টের পর ঘুষ-দুর্নীতি আরও বেড়েছে। জেলার কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।’

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। আব্দুল ওয়াহেদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক পরিচালক। পাশাপাশি তিনি ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, ‘৫ আগস্ট অনেক রক্ত, ত্যাগ-তিতিক্ষার পর এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতা অর্জন করেছি। আগামী নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা নিয়ে আমরা হতাশাগ্রস্ত। আমাদের জেলায় ৫ তারিখের পর যে ঘুষ-দুর্নীতি বন্ধ হওয়া উচিত ছিল, তা বন্ধ হয়নি। কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে আমরা লক্ষ্য করেছি, আগের তুলনায় ঘুস দুর্নীতি অনেক বৃদ্ধি পেয়েছে।’

আব্দুল ওয়াহেদ বলেন, ‘এত রক্ত ক্ষয়, এত ত্যাগের বিনিময়ে আমাদের এ অর্জনকে যারা এই ঘুষ-দুর্নীতি দিয়ে নষ্ট করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নেমে আসার অনুরোধ করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, ব্যবসায়ী নেতা আব্দুল আওয়ালসহ অন্যরা।

/এফআর/
সম্পর্কিত
কর ফাঁকির অভিযোগে এশিয়াটিকের সব ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আনিসুল হকের আস্থাভাজন তৌফিকার ৪৩ কোটি টাকা অবরুদ্ধ
সর্বশেষ খবর
কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত নারী খেলোয়াড়রা
কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত নারী খেলোয়াড়রা
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ মামলার প্রতিবেদন ৩ জুলাই
৮১২ কোটি টাকা আত্মসাৎতারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ মামলার প্রতিবেদন ৩ জুলাই
ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
সর্বাধিক পঠিত
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?