X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘আগামী নির্বাচনে যারাই অংশ নিতে চাইবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না’

রংপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১

নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে তাদের কোনও ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। সেই সঙ্গে যাতে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়, সেটি আমারও প্রত্যাশা।’

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘না ভোটের বিধানে জনগণের ব্যাপক সমর্থন আছে বলে মনে হয়েছে। এটা আবারও ফিরে আসার সম্ভাবনা অতি উজ্জ্বল বলে আমি মনে করি। যদিও নির্বাচন সংস্কার কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।’

তিনি বলেন, ‘আমরা যখন সংস্কার প্রস্তাব দেবো তার পর যখন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আলাপ-আলোচনা হবে- তখন চিহ্নিত হবে কোন কোন সংস্কার করতে হবে। তার ওপরই সব কিছু নির্ভর করবে। আলোচনায় যে সব প্রস্তাবের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে সেগুলোই নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দল বাস্তবায়ন করবে বলে তিনি বিশ্বাস করেন।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরাও চাই, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। সে লক্ষ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। এখন সবার প্রত্যাশা নির্বাচন কমিশনের কর্মকর্তারাই রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত অতীতে যে ঘটনা ঘটেছে সে সময় ওই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অপ্রতুলতা ছিল- তার জন্য অতীতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার অনেক ক্ষেত্রে দেওয়া সম্ভব হয়নি। এ ছাড়াও হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারি প্রশাসনিক কর্মকর্তারা দলীয়করণের কারণে চাপের মধ্যে থেকে তারা সরকার যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচনি ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তাই ওই সরকার ও দলীয় সরকারের আমলে প্রশাসনিক কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে আমি আশা করবো, আগামী নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া সম্ভব হবে- এটা আমাদের সংস্কার প্রস্তাবেও থাকবে।’

তিনি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর জেলা ও মহানগরের নেতারা তাকে স্বাগত জানান।

/এফআর/
সম্পর্কিত
জুলাই হত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: জামায়াত আমির
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
সংস্কারের আগে নির্বাচন হলে আবারও চোর-ডাকাতরা নির্বাচিত হবে: জামায়াত নায়েবে আমির
সর্বশেষ খবর
‘বাংলাদেশের সীমানায় আরাকান আর্মি আসা হুমকি-উদ্বেগজনক’
‘বাংলাদেশের সীমানায় আরাকান আর্মি আসা হুমকি-উদ্বেগজনক’
পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
ইউক্রেনে আগ্রাসন বন্ধে রাশিয়ার কাছে প্রমাণ চায় ইইউ
ইউক্রেনে আগ্রাসন বন্ধে রাশিয়ার কাছে প্রমাণ চায় ইইউ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম