বগুড়ার দুপচাঁচিয়ায় বাসায় কাপড়চোপড় ও আসবাবপত্র এলোমেলো দেখে খোঁজ করতে গিয়ে উম্মে সালমা (৪৭) নামে এক গৃহবধূর লাশ মেলে ডিপ ফ্রিজে। এ সময় তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রবিবার (১০ নভেম্বর) দুপুরের কোনো একসময় ঘটনাটি ঘটেছে বগুড়া-নওগাঁ সড়কের পাশে উপজেলা সদরের জয়পুরপাড়া মহল্লায় চারতলা বাসার তৃতীয় তলায়। নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. আজিজুর রহমানের স্ত্রী।
নিহতের স্বজন এবং পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার আগে নিহতের স্বামী ও তার ছেলে সাদ বিন আজিজুর রহমান মাদ্রাসায় অবস্থান করছিলেন। এ সময় সালমা বাড়িতে একাই ছিলেন। দুপুর পৌনে ২টায় সাদ বিন আজিজুর রহমান মাদ্রাসা ছুটির পর বাসায় ফিরে ঘরের কাপড়চোপড় ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে। মাকে বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবাকে খবর দেয়। পরে আজিজুর রহমান বাড়িতে এসে খোঁজাখুঁজির একপর্যায়ে তার স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজের মধ্যে দেখতে পান। তাকে ওই অবস্থায় উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে আমরা সেখানে গিয়ে লাশ আমাদের হেফাজতে নিয়েছি। আমরা জানতে পেরেছি নিহতের স্বামী এবং সন্তান ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিলে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এখনও মামলা হয়নি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।’