X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন যুবক

পাবনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ১২:৩০আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১২:৩০

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে বায়োজিদ হোসেন (২৫) নামে এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদী-নাটোর-রাজশাহী রেলরুটের নাটোরের লালপুর উপজেলার দহরশৈলা ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত বায়োজিদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মানচিরি গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া যাওয়ার উদ্দেশে বায়োজিদ ঢাকা-রংপুর রুটের রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি বাইপাস স্টেশনে না থামার কারণে চলন্ত ট্রেন থেকেই তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। আর এতেই ট্রেনের নিচে পড়ে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। 

ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মখলেছুর রহমান জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বায়োজিদকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিক্যালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, যাত্রীবাহী চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তার দেওয়া তথ্যমতে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এর আগে, একই দিন বেলা ১১টার দিকে মিজানুর রহমান নামে অপর এক যুবক ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেন শান্টিংয়ের সময় আত্মহত্যার জন্য ট্রেনের সামনে ঝাঁপ দিলে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
ময়মনসিংহে ট্রেন আটকে বাকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু