বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক দল কর্মী আবু রায়হান রাহিম হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক মেয়র বেলাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৮ অক্টোবর) ভোরে জয়পুরহাটের আক্কেলপুর থেকে গ্রেফতার করেছে বগুড়া র্যাব-১২-এর একটি দল। তিনি দুপচাঁচিয়ার ২ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের মৃত ছইমদ্দিন প্রামাণিকের ছেলে।
আবু রায়হান রাহিম দুপচাঁচিয়ার চকসুখানগাড়ি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং শ্রমিক দল কর্মী ছিলেন। পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ছাত্র-জনতা দুপচাঁচিয়া শহরে মিছিল বের করেছিল। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গেলে এতে হামলা করা হয়। এ সময় রাহিম গুলিবিদ্ধ হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সকালে মারা যান। এ ঘটনায় ১৭ আগস্ট রাতে নিহতের মা রওশন আরা বেগম দুপচাঁচিয়া থানায় মামলা করেন। দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেনকে প্রধান করে ২২ জনের নাম উল্লেখ করে ৮২ জনকে মামলার আসামি করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘র্যাব-১২-এর বগুড়ার একটি দল সোমবার ভোরে আক্কেলপুর থেকে রাহিম হত্যা মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে গ্রেফতার করেছে। পরে থানায় সোপর্দ করলে বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।’