X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সাবেক পৌর মেয়র আ.লীগ নেতা বেলাল গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ১৯:৫৯আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৯:৫৯

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক দল কর্মী আবু রায়হান রাহিম হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক মেয়র বেলাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৮ অক্টোবর) ভোরে জয়পুরহাটের আক্কেলপুর থেকে গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২-এর একটি দল। তিনি দুপচাঁচিয়ার ২ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের মৃত ছইমদ্দিন প্রামাণিকের ছেলে।

আবু রায়হান রাহিম দুপচাঁচিয়ার চকসুখানগাড়ি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং শ্রমিক দল কর্মী ছিলেন। পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ছাত্র-জনতা দুপচাঁচিয়া শহরে মিছিল বের করেছিল। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গেলে এতে হামলা করা হয়। এ সময় রাহিম গুলিবিদ্ধ হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সকালে মারা যান। এ ঘটনায় ১৭ আগস্ট রাতে নিহতের মা রওশন আরা বেগম দুপচাঁচিয়া থানায় মামলা করেন। দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেনকে প্রধান করে ২২ জনের নাম উল্লেখ করে ৮২ জনকে মামলার আসামি করা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘র‌্যাব-১২-এর বগুড়ার একটি দল সোমবার ভোরে আক্কেলপুর থেকে রাহিম হত্যা মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে গ্রেফতার করেছে। পরে থানায় সোপর্দ করলে বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর, অভিযোগ গঠনের শুনানি বুধবার
রাজনৈতিক মামলা প্রত্যাহারের দরখাস্ত করা যাবে আইন মন্ত্রণালয়ে
সর্বশেষ খবর
কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু
কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু
গাজীপুরে তুসুকা গার্মেন্টসের শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের দ্বিতীয় দিন
গাজীপুরে তুসুকা গার্মেন্টসের শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের দ্বিতীয় দিন
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি
হার্ভার্ডকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘অনুমোদনহীন’ চিঠি নিয়ে বিতর্ক
হার্ভার্ডকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘অনুমোদনহীন’ চিঠি নিয়ে বিতর্ক
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ