X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

আমরা যতক্ষণ বেঁচে আছি শিক্ষার্থীদের তুলে নিয়ে যেতে দেবো না: রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ১৮:৩৪আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৮:৪২

কোটা সংস্কার আন্দোলনকারীদের দেওয়া কর্মসূচি ‘রিমেম্বারিং দ্য হিরোস’র অংশ হিসেবে মৌন মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। সেখানে শিক্ষার্থীদের জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায় একদল সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা ধ্বস্তাধস্তি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাত থেকে আটক শিক্ষার্থীদের ছাড়িয়ে নেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ও জোহা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় টানাহেঁচড়ার পরেও দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন শিক্ষকবৃন্দ।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে মৌন মিছিল শুরু করেন শিক্ষকরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থানরত শতাধিক শিক্ষার্থী পুলিশি বাধার মুখে প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে প্রাচীর টপকে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। এরপর তারা শিক্ষকদের সঙ্গে একাত্মতা পোষণ করে মৌন মিছিলে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে তুলে নেওয়ার চেষ্টা করেন সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আমরা যতক্ষণ বেঁচে আছি শিক্ষার্থীদের তুলে নিয়ে যেতে দেবো না: রাবি শিক্ষক

পরে শিক্ষকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে নিজেদের পরিচয় দিয়ে টানাহেঁচড়া করে শিক্ষার্থীদের ছাড়িয়ে নেন। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে নিয়ে শিক্ষার্থীদের অটো রিকশাযোগে বাসায় পৌঁছে দেন শিক্ষকরা। ক্যাম্পাসে প্রবেশ করা এসব শিক্ষার্থীদের মধ্যে অনেকে স্কুল কলেজের শিক্ষার্থীও ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন বলেন, ‘শিক্ষার্থীদের চ্যাঙদোলা করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি ধরেও দুয়েকজনকে আটকাতে পারলাম না। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা যতক্ষণ বেঁচে আছি, এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের তুলে নিয়ে যেতে দেবো না। এখানেই শেষ না, এরা কোন বাহিনী আমি এর জবাব চাই। আমি এদের পরিচয় চাই। আমি চাই, মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স। এটা কোন বৈধ বাহিনী নাকি অবৈধ বাহিনী নিয়ে গেলো আমাদের ছেলেমেয়েদেরকে? আমি শুনেছি, দুজন ছেলেকে আটকেছে। আমিসহ আমার সহকর্মীরা কয়েকজনকে বাঁচিয়েছি টানাহেঁচড়া করে। এটা কী কোনও সরকারি আচরণ হতে পারে।’

একই বিভাগের আরেক অধ্যাপক আ-আল মামুন বলেন, ‘এভাবে ছোঁ মেরে শিকার করা, মানুষকে ছিনিয়ে নেওয়া, মানুষকে মারতে চাওয়া এটা আমরা মানি না। আমরা এসব অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি।’

আটকের বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি শেখ মো. মোবারক পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাকি অন্য জায়গার যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষ, দুই পুলিশ আহত
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘প্রয়োজনে লাশ হবো, তবু উপাচার্য পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশনে থাকবো’
সর্বশেষ খবর
পলক সহ ৩ জন ফের রিমান্ডে
পলক সহ ৩ জন ফের রিমান্ডে
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে এসএমই খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে’
‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে এসএমই খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে’
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো হল
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো হল
সর্বাধিক পঠিত
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
লাহোরের খরুচে বোলিংয়ের রাতে সর্বোচ্চ উইকেট রিশাদের
লাহোরের খরুচে বোলিংয়ের রাতে সর্বোচ্চ উইকেট রিশাদের
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’