X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

এবার বগুড়া কারাগারের জেলারকে বদলি

বগুড়া প্রতিনিধি
০২ জুলাই ২০২৪, ১৭:৩৭আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৭:৪০

বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ছিদ্র করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনায় জেলার ফরিদুর রহমান রুবেলকে রাজশাহীতে বদলি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাকে রাজশাহীর ডিআইজি প্রিজনের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (০২ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন।

এর আগে সোমবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক এ বদলির আদেশে স্বাক্ষর করেন। পৃথক আরেকটি আদেশে রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফকে বগুড়া জেলা কারাগারের জেলার হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে। আইজি প্রিজন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, বগুড়া কারাগারের জেলার ফরিদুর রহমানকে কারা উপ-মহাপরিদর্শকের দফতর, রাজশাহী বিভাগে উপ-তত্ত্বাবধায়ক হিসেবে বদলি করা হয়েছে। প্রশাসনিক কারণে এই বদলি করা হয়েছে।

জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘আইজি প্রিজন স্বাক্ষরিত বদলির আদেশ হাতে পেয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত জেলার ফরিদুর রহমানকে বদলি, ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান, সুবেদার ফরিদ উদ্দিন, প্রধান কারারক্ষী আবদুল মতিন, সহকারী প্রধান কারারক্ষী সাইদুর রহমান, প্রধান কারারক্ষী দুলাল উদ্দিন, কারারক্ষী রেজাউল করিম, কারারক্ষী আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং প্রধান কারারক্ষী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। মূলত দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কারা অধিদফতরের তিন সদস্যের কমিটির তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে জানিয়ে জেল সুপার আরও বলেন, ‘তবে কমিটি এখনও প্রতিবেদন দেয়নি। জেলা প্রশাসনের ছয় সদস্যের কমিটির তদন্তকাজ অব্যাহত আছে। ইতোমধ্যে দুটি কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ কয়েদিকে অন্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন কয়েদিকে রাজশাহীসহ বিভিন্ন জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।’

পুলিশ ও কারা অধিদফতর সূত্র জানায়, বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ছিদ্র করে গত মঙ্গলবার রাত ৩টা ৫৫ মিনেটে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। ভোর সাড়ে ৪টার দিকে জেলখানার অদূরে শহরের চেলোপাড়ার চাষি বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বাথরুমের বালতির লোহার হাতল দিয়ে দীর্ঘদিনের চেষ্টায় ছাদ ছিদ্র করতে সক্ষম হয় আসামিরা। কিন্তু জেল কর্তৃপক্ষ টের না পাওয়ায় নানা রহস্যের সৃষ্টি হয়।

/এএম/
সম্পর্কিত
প্রাইভেটকারে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত দুই তরুণ কারাগারে
ফাঁসির আসামির পলায়ন: পাঁচ কারারক্ষী বরখাস্ত, ৩ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: নাশকতার মামলায় গ্রেফতার কাউন্সিলর কারাগারে
সর্বশেষ খবর
ঢাকা থেকে ভোলায় ‘ময়ূরাক্ষী’
ঢাকা থেকে ভোলায় ‘ময়ূরাক্ষী’
অধ্যক্ষের ছেলের বিয়ে: কর্মচারীদের ৫০০ টাকা দেওয়ার নির্দেশনা
অধ্যক্ষের ছেলের বিয়ে: কর্মচারীদের ৫০০ টাকা দেওয়ার নির্দেশনা
জাতীয় উদ্যানে প্রবেশ ফি বেড়ে ১০০: হতাশ দর্শনার্থীরা, মন্ত্রী বললেন ‘অযৌক্তিক’
জাতীয় উদ্যানে প্রবেশ ফি বেড়ে ১০০: হতাশ দর্শনার্থীরা, মন্ত্রী বললেন ‘অযৌক্তিক’
জামালপুরে পানিবন্দি ১০ হাজার মানুষ, ২৬টি বিদ্যালয় বন্ধ ঘোষণা
জামালপুরে পানিবন্দি ১০ হাজার মানুষ, ২৬টি বিদ্যালয় বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করলেন জি এম কাদের
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করলেন জি এম কাদের
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন