X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

উত্তরের প্রবেশদ্বারে যানবাহনের চাপ আরও বাড়লেও নেই ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২৪, ১১:৪২আপডেট : ১৫ জুন ২০২৪, ১১:৪২

ঈদুল আজহার আগমুহূর্তে নাড়ির টানে প্রিয়জনদের কাছে ঘরে ফেরা মানুষের চাপ আরও বেড়েছে। শুক্রবার থেকে যানবাহনের চাপ বাড়তে থাকলেও আজ শনিবার (১৫ জুন) সকাল ৮টার দিক থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে।

সিরাজগঞ্জের মহাসড়কে এই চাপের মধ্যেও যেন কোথাও যানজটের সৃষ্টি ও ঘরে ফেরা মানুষের জানমালের সমস্যা না হয় তার জন্য কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশ। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ছাড়াও মোবাইল টিম, প্যাট্রোল টিম ও কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করছেন। কোনও দুর্ঘটনা যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে রেকার ও অ্যাম্বুলেন্স।

শনিবার সকালে সিরাজগঞ্জের মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবারের চেয়েও যানবাহন অনেকটা বেড়েছে। তবে অন্যান্য সময়ের মতোই একদম স্বাভাবিক গতিতে সকল যানবাহন চলাচল করছে। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনও ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রী ও পরিবহন শ্রমিকদের।

গাড়ির চাপ বাড়লেও নেই ভোগান্তি

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, ‘ভোররাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এরপর সকালে চাপ একটু কম ছিল। সকাল ৮টা থেকে চাপ আবার অনেকটা বেড়েছে। তবে মহাসড়কের কোথাও কোনও ভোগান্তি নেই। সকল গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে।’

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল বলেন, ‘সকাল ৮টা থেকে মহাসড়কে গাড়ির চাপ আবার বেড়েছে। তবে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। যানবাহনের চাপ আরও বাড়লেও ঈদুল ফিতরের মতো এবারেও সিরাজগঞ্জের মহাসড়কে যানজট সৃষ্টি হবে না বলে আশা করছি। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার ‘উধাও’, জনভোগান্তি চরমে
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
সর্বশেষ খবর
বায়ার্ন জিতলেও শিরোপার জন্য অপেক্ষা বাড়ালো লেভারকুসেন
বায়ার্ন জিতলেও শিরোপার জন্য অপেক্ষা বাড়ালো লেভারকুসেন
ইউএপিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেয়ার’ অনুষ্ঠিত
ইউএপিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেয়ার’ অনুষ্ঠিত
ইরানের বন্দরে ‘ভয়াবহ’ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
ইরানের বন্দরে ‘ভয়াবহ’ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
মোটরসাইকেলে বাসচাপায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত, গুরুতর আহত ২
মোটরসাইকেলে বাসচাপায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত, গুরুতর আহত ২
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ