X
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৪, ০৯:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩০

সিরাজগঞ্জের তাড়া‌শ উপজেলার বারুহাস বৈশাখী মেলায় জাদু খেলার নাম করে ‘অশ্লীল নৃত্য’ পরিবেশনকালে পাঁচ জন‌কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) গভীর রাতে ওই মেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুধবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম।

গ্রেফতাররা হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালী গ্রামের মো. সালামের ছেলে সাব্বির হোসেন (২৩), মৌসুমী খাতুন (১৯), বগুড়া জেলার গাবতলী উপজেলার দূর্গাহাটা গ্রামের আব্দু‌ল লতিফের ছেলে মো. মিনারুল (২৪), মোছা. লাবলী আক্তার (২৩) ও মোছা. শিমু আকতার (১৯)।

স্থানীয়দের সূত্রে জানা যায়, গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিবছরের ন্যায় এবারেও বাংলা নববর্ষ উপল‌ক্ষে বাৎসরিক গ্রামীণ বৈশাখী মেলাটি শুরু হয়। আর মেলার শুরু থেকে সেখানে জাদু খেলার নামে অশ্লীল নৃত্যর আয়োজন করা হয়। স্থানীয়রা শুরু থেকে বারবার প্রতিবাদ করলেও অশ্লীল নৃত্য বন্ধ হয়নি। এতে সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। পরে তাড়াশ থানা পু‌লিশ গিয়ে ওই পাঁচ জন‌কে গ্রেফতার করে নিয়ে আসেন।

মেলা ক‌মি‌টির সদস্য ও বারুহাস ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বলেন, ‘আমি মেলা ক‌মি‌টির সঙ্গে জড়িত এটা সত্য। তবে মেলায় যে এমন ঘটনা বা এ ধরনের কর্মকাণ্ড হতো তা আমার জানা ছিল না। মেলায় অশ্লীল নৃত্য হয় বিষয়টি আমি জানতাম না।’

এ ব্যাপারে তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম বলেন, ‘গ্রেফতার ওই পাঁচ‌ জনের বিরুদ্ধে বুধবার মামলা দায়েরের পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপা‌শি এ কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রতারণার অভিযোগে মা-মেয়ে গ্রেফতার
১৫ দিন পর নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
জামিন পেয়ে কারাগার থেকে বের হতেই সাবেক এমপিকে মারধর
সর্বশেষ খবর
বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশীকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশীকে পিটিয়ে হত্যার অভিযোগ
শেষ দিকের গোলে বায়ার্নকে হারালো ইন্টার
শেষ দিকের গোলে বায়ার্নকে হারালো ইন্টার
প্লাস্টিক দূষণ রোধে দক্ষিণ এশীয় ঐক্যের ডাক দিলো বাংলাদেশ
কলম্বো রিজিওনাল হাইলেভেল রাউন্ডটেবিল বৈঠকপ্লাস্টিক দূষণ রোধে দক্ষিণ এশীয় ঐক্যের ডাক দিলো বাংলাদেশ
রিয়ালকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
রিয়ালকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
সর্বাধিক পঠিত
বুঝলাম না আমি কোন পক্ষের লোক: আদালতে তুরিন আফরোজ
বুঝলাম না আমি কোন পক্ষের লোক: আদালতে তুরিন আফরোজ
বিমানবন্দরে চিঠি পাঠিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ‘অব্যাহতি’
বিমানবন্দরে চিঠি পাঠিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ‘অব্যাহতি’
দেশের দুই থানার নাম পরিবর্তন
দেশের দুই থানার নাম পরিবর্তন
শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র 
শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র 
বাটা শোরুম থেকে লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন, আটক ১৪
বাটা শোরুম থেকে লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন, আটক ১৪