X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

রাজশাহী সীমান্ত থেকে ২ যুবকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

রাজশাহী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫

রাজশাহী সীমান্ত থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে গোদাগাড়ী উপজেলার নালার পানিতে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা গ্রামবাসীকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। 

মারা যাওয়া দুই যুবক হলেন গোদাগাড়ীর সীমান্ত এলাকা চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯) ও একই গ্রামের মো. শুকুদ্দীর ছেলে কাওসার আলী (১৮)। দুই জনের চোখে-মুখে রক্ত লেগেছিল। তারা কাজের সন্ধানে গত ১৯ ডিসেম্বর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘১৯ ডিসেম্বর একই গ্রামের ছয়-সাত জন যুবক কাজের জন্য ভারতের চেন্নাই যেতে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে কাওসার ও মোশাররফ ছাড়া বাকিরা গ্রামে ফিরে আসেন। ওই দুই জন নিখোঁজ ছিলেন। শনিবার সকালে দুই দেশের ভেতর দিয়ে যাওয়া পদ্মার একটি নালায় তাদের লাশ পাওয়া যায়। এই এলাকার নাম চর হনুমন্তনগর। যেখানে লাশ ভাসছিল সেই স্থানটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে।’

মারা যাওয়া দুই জনের চোখে-মুখে রক্ত লেগেছিল, তবে সুরতহালের সময় আঘাত কিংবা শরীরে অন্য কিছু বোঝা যায়নি উল্লেখ করে ওসি আবদুল মতিন আরও বলেন, ‘তাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি। যারা ধাওয়া খেয়ে গ্রামে ফিরেছেন, তারাও দুই জনের মৃত্যুর ব্যাপারে কিছু বলতে পারছেন না। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, ‘ওই দুই যুবক জেলে ছিলেন। তারা নদীতে মাছ ধরতেন। পাশাপাশি কৃষিকাজও করতেন। সীমান্তের নালায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। স্থানীয়দের ধারণা, বিএসএফ তাদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। এতে মৃত্যু হয়েছে।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিনুল ইসলাম বলেন, ‘দুই দিন আগে দুই যুবকের নিখোঁজ থাকার বিষয়টি আমাদের জানিয়েছিল পরিবার। এরপর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ তাদের বিষয়ে কিছু জানে না বলে বিজিবির কাছে দাবি করেছিল। শনিবার সকালে লাশ উদ্ধারের খবর পেয়েছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
খুলনায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা