X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বাবার চিকিৎসা করাতে এসে দুই সন্তানসহ চার জনকে হারিয়ে কাঁদছেন স্বজনরা

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
২৬ নভেম্বর ২০২৩, ০২:০৯আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৫:৩৮

মরণব্যাধি ক্যানসার থেকে ইনসাব আলীকে বাঁচাতে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজশাহী শহরের একটি ক্লিনিকে নিয়ে আসছিলেন ছেলে-মেয়ে ও নাতনি। ক্লিনিকে কেমোথেরাপি দিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাদের। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইনসাব আলী, তার ছেলে-মেয়ে এবং নাতনিসহ পাঁচ জন। অপরজন তাদের প্রতিবেশী সিএনজি অটোরিকশাচালক। 

শনিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রাম থেকে ইনসাব আলীকে (৭৫) অটোরিকশায় করে রাজশাহীতে নিয়ে আসছিলেন তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫), মেয়ে পারভীন বেগম (৩০), নাতনি রাজশাহীর শাহ মখদুম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৭) ও তাদের প্রতিবেশী অটোরিকশাচালক মোখলেসুর রহমান (২৮)। দুর্ঘটনায় তারা সবাই মারা গেছেন। বাবার চিকিৎসা করাতে এসে দুই সন্তানসহ চার জনকে হারিয়ে কাঁদছেন স্বজনরা

দুর্ঘটনায় এলাকার কেউ আহত হয়েছেন এমন খবর শুনে নগরীতে অবস্থান করা রাজশাহী কলেজের দর্শন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী মিথিলা আক্তার (২৩) ছুটে আসেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে। জরুরি বিভাগে তিন জনের লাশ দেখতে পান। তাদের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। কারণ ইনসাব আলী হলেন মিথিলার চাচা। পরে একে একে পাঁচ স্বজনের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে মিথিলার আরেক চাচাতো বোন সাদিয়া খাতুন হাসপাতালে আসেন। তিনিও নগরীর একটি প্রতিষ্ঠানের ছাত্রী। লাশ জরুরি বিভাগ থেকে মর্গে নেওয়ার আগ পর্যন্ত তাদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। জরুরি বিভাগে শোকের ছায়া নেমে আসে। তাদের কান্না দেখে চোখের জল ঝরেছে অনেকের।

ইনসাব আলীর ভাতিজি মিথিলা বলেন, বাসা থেকে ফোন করে জরুরি ভিত্তিতে হাসপাতালে আসতে বলেছিল। আমার স্বজনরা বলেছিল, এলাকার কোনও আত্মীয় আহত হয়েছেন। কিন্তু হাসপাতালে এসে দেখি সবাই আমার আত্মীয়। একসঙ্গে সবাইকে হারিয়ে ফেলেছি। 

বাবার চিকিৎসা করাতে এসে দুই সন্তানসহ চার জনকে হারিয়ে কাঁদছেন স্বজনরা অটোরিকশাকে চাপা দেওয়া ট্রাকের আরোহী রতন কুমার সাহা জানান, তিনি টিসিবির পণ্যের পরিবেশক। রাজশাহী থেকে ট্রাকে করে টিসিবির পণ্য নিয়ে যাচ্ছিলেন। তারা নগরীর আমচত্বর-বেলপুকুর সড়ক হয়ে রাজশাহী-নাটোর মহাসড়কে ঢুকছিলেন। এ সময় সামনে থেকে দ্রুতগতির একটি অটোরিকশা এসে ট্রাকের নিচে ঢুকে যায়। এরপর ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। সেই সঙ্গে স্থানীয় দেলোয়ার হোসেনের মুদি দোকানের ওপর দিয়ে অটোরিকশাকে টেনে নিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

নিহতদের স্বজনরা জানান, কিছুদিন আগে ইনসাব আলীর ক্যানসার শনাক্ত হয়। গত বৃহস্পতিবার থেকে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে তার কেমো দেওয়া শুরু হয়েছে। শুক্রবার দ্বিতীয় কেমো দেওয়া হয়। শনিবার তৃতীয় কেমোটা দেওয়ার কথা ছিল। এজন্য পরিবারের সদস্যরা ইনসাবকে রাজশাহী নিয়ে আসছিলেন। পথিমধ্যে দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ছয় জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। মরদেহ রামেক হাসপাতালের মর্গে আছে। আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানিকগঞ্জ মেডিক্যালে ভুল গ্রুপের রক্ত পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ
মানিকগঞ্জ মেডিক্যালে ভুল গ্রুপের রক্ত পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, নিহত ১৪৮
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, নিহত ১৪৮
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন
পাকিস্তানের কাছে হেরে অনিশ্চয়তার মাঝে বাংলাদেশ 
পাকিস্তানের কাছে হেরে অনিশ্চয়তার মাঝে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে