X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ক্ষোভে সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধন ফুলগাছ কেটে গ্রেফতার যুবক

রাজশাহী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৩, ১৩:০০আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৩:০০

রাজশাহী মহানগরীর সায়েরগাছা থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধন ফুলগাছ কাটার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার যুবক মো. নাইম ইসলাম (২৪) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হলদারপাড়ার মো. নসিমুদ্দিনের ছেলে। মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, বুধবার (২৫ অক্টোবর) বেলা সোয়া ১২টায় অজ্ঞাতনামা ১০-১২ জন নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধন ফুলগাছ কেটে ক্ষতি করে এবং কিছু গাছ চুরি করে। সংবাদ পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে তাদের গাছ কাটতে নিষেধ করে। তখন আসামিরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।

আসামিরা বিভিন্ন জাতের গাছ কেটে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করে। রাজশাহী সিটি করপোরেশনের পরিবেশ উন্নয়ন সহকারী সৈয়দ মাহমুদউল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা হয়। মামলা পরবর্তীতে আরএমপি’র একটি টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ওই টিম রাতেই গোপন সংবাদের ভিত্তিতে সায়েরগাছা মোড় থেকে আসামি নাইম ইসলামকে গ্রেফতার করে।

কেটে ফেলা সৌন্দর্যবর্ধন ফুলগাছ

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি গাছ কাটার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সঙ্গে থাকা বেশ কয়েকজনের নাম ঠিকানা প্রকাশ করে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেফতার নাইম পুলিশের কাছে বলেছেন, ‘প্রজাপতি সড়কে একটি দুর্ঘটনার কারণে ক্ষোভে তারা তিন থেকে চার বন্ধু মিলে গাছগুলো কেটেছেন। ফুলগাছের কারণে রাস্তার এপার-ওপার দেখা যায় না।’

এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম বলেন, ‘এ অভিযোগ ঠিক নয়। শহরের অন্য সড়কে আরও বেশি গাছ আছে। যে সড়কে গাছ নেই, সেখানেও দুর্ঘটনা ঘটে। আসলে সচেতনভাবে সড়ক পার হলেই দুর্ঘটনা এড়ানো যায়। একটু ধৈর্য ধরে দেখতে হয় বিপরীত দিক থেকে কোনও গাড়ি আসছে কিনা।’

ফুলগাছের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে সৈয়দ মাহমুদ উল ইসলাম বলেন, ‘ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। এজন্য যানবাহন এক লেনে চলছে। নির্মাণকাজের জন্য এতটুকু তো মেনে নিতেই হবে।’

রাজশাহী নগরের বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা সড়কের সায়েরগাছা মোড় পর্যন্ত সড়কটি ‘প্রজাপতি সড়ক’ বলে পরিচিত পেয়েছে। এই সড়কের ফুলগাছগুলোর সৌন্দর্য রাজশাহীসহ সারা দেশের মানুষের নজর কেড়েছে। ফুটে থাকা করবী, মুসান্ডা, বড় রঙ্গন ও মিনি রঙ্গন ফুলগাছের ভিডিও প্রায়ই ফেসবুকে দেখা যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
বার কাউন্সিল পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়া: মুখ থুবড়ে পড়ছে ‘ফ্রি স্কুল মিল’ কর্মসূচি
ইন্দোনেশিয়া: মুখ থুবড়ে পড়ছে ‘ফ্রি স্কুল মিল’ কর্মসূচি
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
বন্দরে নষ্ট হচ্ছে পণ্য, বড় লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের
টেকনাফ-মংডু রুটেও বন্ধ রফতানিবন্দরে নষ্ট হচ্ছে পণ্য, বড় লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য