X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বগুড়ায় রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ

বগুড়া প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ১৮:০১আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮:০১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (০৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টিতে শহরের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। 

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, ‘সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুম ও গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। মৌসুমি বায়ুর প্রভাবে এবং নিম্নচাপ থাকায় বৃষ্টিপাত হচ্ছে। আরও দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত। তবে পরিমাণ কম হবে। 

এদিকে, টানা বর্ষণে বগুড়া শহরের সাতমাথা, স্টেশন রোড, শেরপুর রোড, সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বাদুরতলা, খান্দার, মালতি নগর, কাটনারপাড়া ও সুলতানগঞ্জপাড়াসহ বিভিন্ন রাস্তায় পানি জমেছে। এতে শহরজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে কাটনারপাড়া ও সুলতানগঞ্জপাড়াসহ বিভিন্ন নিচু এলাকার রাস্তায় হাঁটুপানি জমেছে। এসব সড়কের পাশের দোকানপাট ও বাসায় পানি ঢুকেছে। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষজন। কর্মজীবীরাও অফিস যেতে না পেরে বিপাকে পড়েছেন।

দুর্ভোগে পড়ার কথা জানিয়ে শহরের অটোরিকশাচালক আবদুর রহমান বলেন, ‘বৃষ্টির কারণে সোমবার দিনভর যাত্রী পাওয়া যায়নি। আয় কম হওয়ায় রিকশা ও গ্যারেজ ভাড়া দিতে পারিনি। আজও একই অবস্থা। সকাল থেকে বিকাল পর্যন্ত টানা বৃষ্টি। রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে।’

শহরের সাতমাথার মুদি ব্যবসায়ী মোরশেদ আলী বলেন, ‘সোমবার রাতে প্রবল বৃষ্টির কারণে রিকশা কিংবা অটোরিকশা পাইনি। কারণ সাতমাথা রোডে হাঁটুপানি জমেছে। সকাল থেকে বৃষ্টি। চার পাশের রাস্তায় পানি জমেছে। ক্রেতা কম। বেচাকেনা নেই বললেই চলে।’ 

শহরের বৃন্দাবনপাড়ার ফল বিক্রেতা মিজানুর রহমান বলেন, ‘শহরের কবি নজরুল ইসলাম সড়কের পাশে আম, কলা ও আনারস বিক্রি করি। কিন্তু বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতার কারণে বেচাকেনা হচ্ছে না। তাই বৃষ্টিতে না ভিজে দোকান বন্ধ করে বাড়ি ফিরছি।’

/এএম/
সম্পর্কিত
ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজধানীর আকাশে দুপুরেই সন্ধ্যার অন্ধকার
সমন্বয়ক পরিচয়ে চিকিৎসককে মারধরের অভিযোগতারাগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ
সর্বশেষ খবর
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’