X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

অফিস সহায়ককে হত্যা করে ডাকঘরের ভল্ট ভেঙে ৮ লাখ টাকা ডাকাতি

বগুড়া প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৩, ১৯:২৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২৩:৫০

বগুড়ার শহরের সাতমাথায় অফিস সহায়ককে হত্যা করে জেলার প্রধান ডাকঘরের ভল্ট ভেঙে আট লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় সোমবার রাতে সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন ডাকঘরের পরিদর্শক মহিদুল ইসলাম।

এর আগে রবিবার রাতে মুখোশধারী ডাকাতরা ডাকঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে মাথায় আঘাত করে অফিস সহায়ক প্রশান্ত কুমার আচার্যকে হত্যা করে। পরে ডাকঘরের ভল্ট ভেঙে আট লাখ টাকা নিয়ে যায়। নিহত প্রশান্ত কুমার আচার্য (৪৮) বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেজোড়া উত্তরপাড়ার রামকৃষ্ণ আচার্যের ছেলে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার বিশ্বাস বলেন, ‘হত্যা ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।’

ডাকঘর কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, ঈদের ছুটিতে সব নৈশপ্রহরী বাড়িতে যাওয়ায় অফিস সহায়ক প্রশান্ত রবিবার রাতে দায়িত্ব পালন করছিলেন। রাতের কোনও একসময় মুখোশধারী ডাকাতরা পেছনের গ্রিল কেটে প্রধান ডাকঘরে ঢুকে। এ সময় মাথায় আঘাত করে প্রশান্তকে হত্যা করে তারা। এরপর ডাকঘরের ভল্ট ভেঙে টাকা নিয়ে যায়। ডাকাতি ও অফিস সহায়ককে হত্যার ঘটনায় সোমবার সকাল ৯টার দিকে জানাজানি হয়। পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। 

খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন টিম তথ্য-উপাত্ত সংগ্রহ করে। ডাকাতরা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় রবিবার রাত সাড়ে ৩টার পর থেকে সিসিটিভির ফুটেজ পাওয়া যায়নি। তবে এর আগের ফুটেজে ডাকঘরের সামনে মুখোশ পরিহিত একজনকে ঘোরাফেরা করতে দেখা যায়।

সোমবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের উপস্থিতিতে ডাকঘর কর্তৃপক্ষ ভল্টের টাকা গণনা করেন। এ সময় ৪৩ লাখ টাকার মধ্যে আট লাখ টাকা কম পাওয়া যায়। ভল্টের ভাঙা অংশ দিয়ে টাকাগুলো বের করে নেওয়া হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে ডাকঘরের পরিদর্শক সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলা করেন।

সহকারী পোস্টমাস্টার রাকিব বিশ্বাস বলেন, ‘স্থায়ী আমানত, সাধারণ হিসাব, সঞ্চয়পত্র, পেনশন, রেভিনিউ ও ডাক টিকিট বিক্রির সর্বোচ্চ ৫০ লাখ টাকা ভল্টে রাখতে পারেন। প্রতিদিন আদায়ের টাকা পরদিন ব্যাংকে জমা দেওয়া হয়। তবে ঈদের ছুটির কারণে ভল্টে ৪৩ লাখ টাকা জমা পড়েছিল। এর মধ্যে আট লাখ টাকা ডাকাতি হয়েছে।’

নিহত প্রশান্ত কুমারের ছেলে জয়ন্ত কুমার বলেন, ‘রবিবার রাতের খাবার খেয়ে সাড়ে ১০টার দিকে ডাকঘরে ডিউটিতে যান বাবা। সোমবার সকালে চাচা গোবিন্দ আচার্যের কাছ থেকে বাবার মৃত্যুর খবর পাই। বাবাকে হত্যার বিচার চাই।’

প্রশান্ত কুমারের বড় ভাই পরেশ আচার্য বলেন, ‘আমার ভাইকে ডাক অফিসের অনেকে পছন্দ করতেন না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার ঘটনা চাপা দিতে ডাকাতির নাটক সাজানো হয়েছে। অফিসের কর্মকর্তাদের গ্রেফতার করলেই হত্যার রহস্য ও অর্থ লোপাটের ঘটনায় কারা জড়িত, তা বেরিয়ে আসবে।’

অবশ্য এ ঘটনার পর প্রশান্ত কুমারের ছোট ভাই গোবিন্দ আচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে ছেড়ে দেওয়া হয়। গোবিন্দ একই ডাকঘরে অফিস সহায়ক হিসেবে কাজ করছেন। তিনি বলেন, ‘ঈদে নৈশপ্রহরীরা ছুটিতে যাওয়ায় প্রতি বছরের মতো প্রশান্তকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই দিন রাতে আমি বাসায় চলে যাই। সোমবার সকালে অফিসে এসে বাইরের গেট বন্ধ দেখি। অনেক খোঁজাখুঁজি করেও ভাইয়ের খোঁজ পাচ্ছিলাম না। দেয়াল ডিঙিয়ে এক ঝাড়ুদার ভেতরে গিয়ে বারান্দায় ভাইয়ের লাশ দেখেন। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।’

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের একাধিক টিম মাঠে রয়েছে। সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। গোবিন্দ আচার্যকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে কাজ করছি আমরা।’

বগুড়ার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আবদুল হান্নান বলেন, ‘এ ঘটনায় ডাক বিভাগের কারও কোনও গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হবে।’

 

/এএম/
সম্পর্কিত
মদপান করে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকর্মী গ্রেফতার
ছাত্র প্রতিনিধিকে গ্রেফতারের প্রতিবাদ: এসপির প্রত্যাহার চায় বৈষম্যবিরোধী আন্দোলন
মুগদায় শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
সর্বশেষ খবর
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো চাচা-ভাতিজার
প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো চাচা-ভাতিজার
কেনিয়ায় খরা: অনাহার ঠেকাতে বিয়ের নামে ‘বিক্রি’ করা হচ্ছে মেয়েদের
কেনিয়ায় খরা: অনাহার ঠেকাতে বিয়ের নামে ‘বিক্রি’ করা হচ্ছে মেয়েদের
মারধরের অভিযোগে এক ব্যক্তির ‘আত্মহত্যা’, এএসআই বরখাস্ত
মারধরের অভিযোগে এক ব্যক্তির ‘আত্মহত্যা’, এএসআই বরখাস্ত
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান
যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
‘ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে’
‘ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে’