X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

পাবনায় খেলায় হেরে বিজয়ী দলের ওপর হামলা, আহত ১০

পাবনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৫

পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলায় হেরে গিয়ে বিজয়ী দলের ওপর হামলা চালিয়েছে পরাজিত দলের খেলোয়াড়রা। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে ৭ জনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মন্ডলমোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— জনি হোসেন (১৩), নিয়ন হোসেন (১৪), রাসেল হোসেন (১৪), সাগর হোসেন (১৩), গোলাম রাব্বী (১৪), শান্ত হোসেন (১৪) ও শিপন আলী (১৫)।

আহতরা জানায়, উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টেনের ফাইনাল খেলায় শনিবার উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয় ও সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা হয়। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় ৪-০ গোলে জয়লাভ করে উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে সন্ধ্যায় অটোভ্যান যোগে বাড়ি ফিরছিল রূপসী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। পথে উপজেলার মন্ডলমোড়ে গাড়ির গতিরোধ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। এ সময় তারা লাঠি দিয়ে তাদেরকে বেধড়ক পিটিয়ে আহত করে। এতে রূপসী উচ্চ বিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়ে রূপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, খেলায় হেরে গিয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আক্রোশমূলক হামলা চালিয়েছে। আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এখনও হাসপাতালেই শিক্ষার্থীদের পাশে রয়েছি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ