X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

প্রতিষ্ঠার ৪১ বছর পর স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশনে প্রথম সন্তান প্রসব

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৯:৩৬আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৯:৩৬

প্রতিষ্ঠার ৪১ বছর পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অস্ত্রোপচারের মাধ্যমে (সিজারিয়ান) সন্তান প্রসব করেছেন এক নারী। এর মধ্য দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হলো। 

বুধবার (৩১ আগস্ট) সকালে উপজেলার জটিবাড়ী গ্রামের স্বপন সরকারের স্ত্রী হাফিজা খাতুনের অস্ত্রোপচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন চালু করা হয়েছে। প্রথম অপারেশনে হাফিজা খাতুন কন্যাসন্তানের জন্ম দেন। 

হাফিজা স্বামী দিনমজুর স্বপন সরকার বলেন, ‘আমার স্ত্রীর নরমাল ডেলিভারি না হওয়ায় বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। এখানে অপারেশন থিয়েটার চালু না হলে ধারদেনা করে বেসরকারি হাসপাতালে অপারেশন করা লাগতো। এজন্য চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ।’

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘৪১ বছর পর অবশেষে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। এতদিন অপারেশন সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন করা যাচ্ছিল না। অপারেশন থিয়েটার চালু হওয়ায় আশপাশের কয়েক উপজেলার রোগীরা এখান থেকে বিনামূল্যে সেবা পাবেন। এখানে সন্তান প্রসব হলে নবজাতকের পরিবারকে পুরস্কার দেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় অপারেশন থিয়েটার চালুর ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

১৯৮১ সালের ১১ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। পরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নতুন ভবন তৈরি করে ২০১৪ সালের ৪ এপ্রিল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। ওই বছরই নতুন ভবনে স্থাপন করা হয় অপারেশন থিয়েটার। কেনা হয় প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক না থাকায় অপারেশন চালু করা যাচ্ছিল না।

আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন রামপদ রায়, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু