X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

‘টিকিটবিহীন যাত্রীদের ভিড়ে ট্রেনে ওঠা দায়’

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
২২ এপ্রিল ২০২২, ২২:০১আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২২:১৭

ট্রেনে যাতায়াতে টিকিট কাটা থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নানা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যাত্রীদের। ঈদ ও অন্যান্য উৎসবকে কেন্দ্র করে এই দুর্ভোগ আরও বেড়ে যায়। প্রতি বছর ঈদের আগে টিকিট কালোবাজারিসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। আবার টিকিট কেটেও সিট পান না অনেকেই। টিকিটবিহীন যাত্রীদের ভিড়ে ভ্রমণ স্বাচ্ছন্দ্যময় হয় না।  

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকামুখী ট্রেনে কোনও ধরনের স্ট্যান্ডিং টিকিট থাকছে না। টিকিট ছাড়া ট্রেনে উঠলেই জেল-জরিমানা গুনতে তবে যাত্রীদের। তবে ঢাকা ছাড়া অন্য রুটে আসন সংখ্যার ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। এর অতিরিক্ত হলে তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। এ ছাড়া ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রির পাশাপাশি অফলাইনে স্টেশনে ৫০ শতাংশ বিক্রি করা হবে।

এবারের ঈদযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করতে আগে থেকেই মাঠে নেমেছেন খোদ পশ্চিমাঞ্চল রেলওয়ের (জিএম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। তিনি নিজেই টিটির দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ে সরাসরি গিয়ে দুর্ভোগের কারণগুলো চিহ্নিত করে রেলওয়ে টিটিসহ কর্মচারীদের অবৈধ পন্থা অবলম্বনের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন।

একজন নিয়মিত ট্রেনযাত্রী চাকরিজীবী কাওসার আহমেদ নামের বলেন, ‘টিকিটবিহীন যাত্রীদের ভিড়ে ট্রেনে ওঠা দায় হয়ে পড়ে। সঠিকভাবে জরিমানা আদায় হলে তারা ট্রেনে উঠতে সাহস পাবে না। এ ছাড়াও ট্রেনের টিকিট নিয়ে কাউন্টারে স্বচ্ছতা বাড়াতে হবে। বিশেষ করে ঈদের সময় কালোবাজারিদের কারণে টিকিট কাটার সময় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। তাই তাদের ব্যাপারে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের নজরদারি বাড়াতে হবে।’

টিকেট চেক করছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খোঁজ নিয়ে জানা যায়, পবিত্র রমজানের আগে থেকেই পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম বিভিন্ন ট্রেনে ঘুরে ঘুরে টিকিট চেক করেছেন। টিকিট কালোবাজারিদের ধরতে তৎপর থেকেছেন। অভিযান চালিয়ে টিকিট কালোবাজারির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন। এ কারণে এরই মধ্যে ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের সংখ্যা যেমন কমেছে, তেমনি রেলওয়ের টিকিট থেকে আয়ও বৃদ্ধি পেয়েছে। এমনকি রাজশাহী রেলওয়ে স্টেশনে দোকানে সিগারেট বিক্রি করায় জরিমানা করেছেন জিএম। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম বলেন, ‘এবার টিকিট কালোবাজারির বিষয়টি নিয়ে যাত্রীরা নিশ্চিন্তে থাকতে পারেন। এমনটা হতে দেওয়া হবে না। মাঠে সাদা পোশাকে কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ম্যাজিস্ট্রেটসহ র‌্যাবের সদস্যরা মাঠে কাজ করবেন। এমন কাউকে পেলে সঙ্গে সঙ্গে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে ট্রেনের সংখ্যা বাড়ছে না। তবে একটি কোচ বাড়ানো হবে। যাত্রীদের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে তৎপর থাকবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে, সড়কপথে ঈদযাত্রাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সড়ক বিভাগকে তাগাদা দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ (এনডিসি)। ১৮ এপ্রিল রাজশাহী বিভাগীয় সমন্বয় সভায় সড়ক বিভাগের প্রতিনিধিদের এই তাগাদা দেন তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
ট্রেনের ফেসবুক পেজের মাধ্যমে আহত যাত্রী পেলেন তাৎক্ষণিক সেবা
যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, একঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
গাজীপুরে চিলহাটি এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের লাইনে চলছে না ট্রেন
সর্বশেষ খবর
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’