X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

সিগারেটের আগুনে পুড়েছে পিকনিকের বাস, অল্পের জন্য বেঁচে গেলেন শিক্ষার্থীরা

নাটোর প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ০১:২৪আপডেট : ২৯ মার্চ ২০২২, ০১:৩৫

নাটোরে বড়াইগ্রাম উপজেলায় সিগারেটের আগুনে পুড়ে গেছে পিকনিকের বাস। এ সময় অল্পের জন্য বেঁচে গেলেন বাসে থাকা ৩২ শিক্ষার্থী ও শিক্ষক।

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কের তরমুজ পাম্প চত্বরের নূরে আলম ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর এলাকার সাহেব বাজারের রাজু ক্যাডেট একাডেমির অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে পিকনিক করতে আসে বিসমিল্লাহ পরিবহনের দুটি বাস।

পিকনিক শেষে আনন্দ উল্লাস করে ফিরছিলেন শিক্ষার্থীরা। কিন্তু কয়েকজন শিক্ষার্থী একটি বাসের পেছনের সিটে বসে ধূমপান করছিলেন। বাসের ঝাঁকুনিতে হঠাৎ সিগারেটের আগুন ছিটকে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারিতে। এতে মুহূর্তেই আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে দ্রুত সময়ের মধ্যে

সড়কের তরমুজ পাম্প চত্বরে বাসটি থামান চালক। সেই সঙ্গে দ্রুত নামিয়ে দেন শিক্ষার্থীদের। বেঁচে যান ৩২ শিক্ষার্থী, শিক্ষক ও বাসের চালক-হেলপার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি পুড়ে যায়।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের  স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি আমরা।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর পুলিশের সহযোগিতায় নাটোরের একটি বাসে শিক্ষার্থীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

রাজু ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক রাজু আহমেদ জানিয়েছেন, রাত ১২টার দিকে সব শিক্ষার্থী বাড়িতে পৌঁছেছে। কারও কোনও ধরনের সমস্যা হয়নি।

/এএম/
সম্পর্কিত
নাটোরে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
নাটোরে ছাত্রলীগকর্মীকে পিটিয়ে শহর ঘোরানোর ঘটনায় ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ কর্মীকে পা দিয়ে চেপে ধরে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
সর্বশেষ খবর
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
পদত্যাগ করেননি উল্লেখ করে কুয়েটের প্রো-ভিসি বললেন, ‘আমার অপরাধটা কী?’
পদত্যাগ করেননি উল্লেখ করে কুয়েটের প্রো-ভিসি বললেন, ‘আমার অপরাধটা কী?’
আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি
আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি
১২ হাজার একর ভূমি ফেরত পাবে বন বিভাগ, বাঁকখালীতে চলবে উচ্ছেদ অভিযান
কক্সবাজারে বললেন দুই উপদেষ্টা১২ হাজার একর ভূমি ফেরত পাবে বন বিভাগ, বাঁকখালীতে চলবে উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা