X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

২৩০০ কোটি টাকা ব্যয়ে প্রাণ ফিরবে তো বাঙালি নদীতে?

মো. নাজমুল হুদা নাসিম, বগুড়া
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪

বগুড়াসহ তিন জেলায় দুই হাজার ৩৩৫ কোটি টাকা ব্যয়ে বাঙালি নদীর ২১৭ কিলোমিটার খনন ও তীর সংরক্ষণের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়নকারীদের আশা, নদী খননের ফলে কৃষকরা সারা বছর সেচ সুবিধা পাবেন। নদীতে পানি থাকবে এবং দেশি মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। আবারও প্রাণ ফিরবে নদীতে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত একসময়ের খরস্রোতা বাঙালি নদীর ১৮৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৪৩ কিলোমিটার গড় প্রস্থ কালের বিবর্তনে ভরাট হয়ে গেছে। এই নদীতে নাব্য ফিরিয়ে আনতে খননের উদ্যোগ নেয় সরকার। খনন প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে বগুড়া হয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী এলাকায় ২১৭ কিলোমিটার নদী খনন করতে হবে। এতে সরকারের ব্যয় হবে দুই হাজার ৩৩৫ কোটি টাকা। এরমধ্যে ড্রেজিং কাজে ব্যয় এক হাজার ৮০০ কোটি ও অবশিষ্ট টাকা ব্যয় হবে নদীর তীর সংরক্ষণ কাজে। 

এরইমধ্যে বগুড়ার শেরপুর থেকে সোনাতলা পর্যন্ত ৯৯ কিলোমিটার বাঙালি নদী খননের কাজ শুরু হয়েছে। বগুড়ার ৯৯ কিলোমিটার নদী খনন ও তীর সংরক্ষণ করতে সরকারের ব্যয় হবে প্রায় ৭৫০ কোটি টাকা। এরমধ্যে ৩১৮ কোটি টাকা ব্যয়ে ১১টি গ্রুপে সিসি ব্লকের কাজ চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খননে ওই তিন জেলায় রয়েছে দেড় শতাধিক ড্রেজিং মেশিন। দিনরাতে নদী খনন ও সিসি ব্লকের কাজ চলছে।

বগুড়ার সোনাতলা উপজেলার পোড়াপাইকর সলুরঘাট এলাকায় সাউদান ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বেলিফুল-১ ড্রেজিং মেশিন দিয়ে নদী খনন কাজ চলছে। সেখানে মেশিন চালকসহ ২৭ জন শ্রমিক কাজ করছেন। 

ড্রেজিং মেশিন চালক মিজানুর রহমান বলেন, দিনরাতে ১৪ থেকে ১৮ ঘণ্টায় ৫৫০ কিউসেক মিটার মাটি খনন করা যায়। সিরাজগঞ্জ থেকে গাইবান্ধা পর্যন্ত বাঙালি নদীতে দেড় শতাধিক ড্রেজিং মেশিন দিয়ে খননকাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে নদী খননের কাজ শেষ হবে। এরপর তীর সংরক্ষণের কাজ শুরু হবে।

সোনাতলার পোড়াপাইকর গ্রামের লুৎফর রহমান, রফিকুল ইসলাম মাস্টার, আমিনুর রহমান, মশিউর রহমান, তুহিন মিয়া ও সাজু প্রামাণিক জানান, একসময়ের খরস্রোতা বাঙালি নদীতে ৩০-৩৫ ফুট গভীর পানি ছিল। বর্তমানে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। সেখানে কৃষকরা বিভিন্ন ফসল চাষাবাদ করছেন। নদীতে পানি না থাকায় শুষ্ক মৌসুমে কৃষকদের শীতকালীন ও রবি ফসল চাষাবাদ করতে শ্যালোচালিত মেশিনের সেচের ওপর নির্ভর করতে হয়। 

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, খননকাজ শেষ হলে বাঙালি নদীতে আবারও পানি পাওয়া যাবে। তখন কৃষকের চাষাবাদে সেচ, মাছ চাষ ও গ্রামবাসী চাহিদা মতো পানি ব্যবহার করতে পারবেন। তাদের বাড়তি অর্থ ব্যয়ে শ্যালো মেশিনের সেচের ওপর নির্ভর করতে হবে না।

সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ বলেন, বাঙালি নদী খননের ফলে সারা বছর পানির প্রবাহ থাকবে। শীতকালীন ও রবি মৌসুমে কৃষকরা স্বল্প খরচে সেচ সুবিধা পাবেন। নদী প্রাণ ফিরে পাবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কালের বিবর্তনে নদ-নদী, খাল-বিল থেকে দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাঙালি নদী খননের ফলে প্রচুর দেশি মাছ পাওয়া যাবে। ফলে পুকুরে চাষ করা মাছের ওপর আর নির্ভরশীল হতে হবে না এই অঞ্চলের মানুষকে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া হয়ে গাইবান্ধা পর্যন্ত ২১৭ কিলোমিটার নদী খনন ও তীর সংরক্ষণ কাজে সরকারের ব্যয় হবে দুই হাজার ৩৩৫ কোটি টাকা। ২০১৯ সালের জুন মাসে কাজ শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুনে। আরও আগে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবের কারণে তা সম্ভব হয়নি। ইতোমধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। এলাকাভেদে পাঁচ ফুট থেকে ২০ ফুট পর্যন্ত নদী খনন করা হচ্ছে। 

তিনি আরও বলেন, বগুড়া অংশে রয়েছে ৯৯ কিলোমিটার। এখানে নদী খনন ও শাসনে ব্যয় হবে ৭৫০ কোটি টাকা। এরমধ্যে শুধু সিসি ব্লকের জন্য ব্যয় হবে ৩১৮ কোটি টাকা। বাকি টাকা অন্যান্য কাজে ব্যয় হবে। এতে নদীতে আগের মতো পানির প্রবাহ বাড়বে।

 

/এএম/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ দিন পর জামিনে কারামুক্ত মডেল মেঘনা আলম
১৯ দিন পর জামিনে কারামুক্ত মডেল মেঘনা আলম
সারা দেশে এলজিইডির ৩৬ অফিসে দুদকের অভিযান
সারা দেশে এলজিইডির ৩৬ অফিসে দুদকের অভিযান
মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক
মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক
ট্রেড লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি: রেস্তোরাঁ মালিক সমিতি
ট্রেড লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি: রেস্তোরাঁ মালিক সমিতি
সর্বাধিক পঠিত
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন