X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ছয়তলা থেকে ইটের রেলিং পড়ে নারীর মৃত্যু, ৭০ হাজারে মীমাংসা

বগুড়া প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:১০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৯

বগুড়া শহরে ছয়তলা ভবনের ছাদের ইটের রেলিং ভেঙে মাথায় পড়ে পারুল বেগম (৩৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হলেও এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। ওই ভবনের মালিক স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রভাবশালীদের সহযোগিতায় ওই নারীর পরিবারকে ৭০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, দিনে এমন ঘটনা ঘটলে অনেক মানুষের প্রাণহানি হতো।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসীর দাবি, দুর্ঘটনার পরপরই প্রভাবশালী মালিক পক্ষ স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তি এবং পুলিশকে ম্যানেজ করেন। মামলা থেকে বাঁচতে ভবন মালিক সোমবার রাতে সদর থানায় নিহতের পরিবারকে নগদ ৭০ হাজার টাকা দেন। এ ছাড়া পুলিশ ও প্রভাবশালীদের হাতেও কিছু দেওয়া হয়েছে। ফলে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার দুপুরে নিহত পারুল বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

তারা আরও দাবি করেন, দিনের বেলায় এ ঘটনা ঘটলে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটতো। দরিদ্র পরিবার আইনের আশ্রয় না নিলেও প্রশাসন বাদী হতে পারতো। তদন্ত করে দেখতে পারতো ভবনটি পৌরসভার নকশা অনুসারে নির্মাণ বা অন্য কোনও সমস্যা ছিল কিনা? তারা এ ঘটনায় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বগুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু জানান, তিনি ভবন মালিকের কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে নিহতের পরিবারকে দিয়ে মীমাংসা করে দিয়েছেন।

সদর পুলিশ ফাঁড়ির টিএসআই খোরশেদ আলম রবি জানান, দরিদ্র পরিবার মামলা করতে রাজি হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে গেছে। অর্থের বিনিময়ে মীমাংসার বিষয়টি তার জানা নেই বলে দাবি করেন।

নিহতের ছেলে পলাশ জানান, তারা এ বিষয়ে পত্রিকায় প্রতিবেদন বা অন্য কোনও সহায়তা নিতে চান না। এদিকে, মোবাইল ফোন বন্ধ থাকায় ভবনের অন্যতম মালিক মাহমুদ হাসান পিন্টুর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নিহত পারুল বেগম বগুড়া শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বিলহামলা গ্রামের জামাল হোসেনের স্ত্রী। তারা শহরের সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়িতে ভাড়া বাসায় থাকতেন। পারুল শহরের কাটনারপাড়া এলাকায় মাহমুদ হাসান পিন্টু নামে এক ব্যবসায়ীর ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে ব্যাংকারদের রান্নার কাজ করতেন। সোমবার মাগরিবের নামাজের পর সন্ধ্যা সোয়া ৬টায় জনবহুল ও বাণিজ্যিক ওই এলাকা ফাঁকা ছিল। পারুল কাজ শেষে বক্সে সন্তানদের জন্য খাবার নিয়ে ভবন থেকে নামেন। তিনি প্রধান ফটক পেরিয়ে রাস্তায় অটোরিকশার জন্য দাঁড়ানো ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ওই ভবনের ছয়তলার ছাদের রেলিং ভেঙে রাস্তায় পড়ে। এ সময় ওই নারী ইটের নিচে চাপা পড়েন।

প্রতিবেশী মঞ্জু, আনারুল ইসলাম ও একটি দোকানের ম্যানেজার রাশেদ সুলতান জুয়েল জানান, ওই ভবনের ছয়তলার ছাদের প্রায় ৩০ ফুট লম্বা রেলিং ভেঙে রাস্তায় পড়ে। তখন ওই ভবনের মেসে রান্নার কাজে নিয়োজিত পারুল বেগম ইটের নিচে চাপা পড়েন। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে অটোরিকশায় করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ওই এলাকায় সারা দিন যানজট থাকে এবং প্রচুর জনসমাগম হয়। ঘটনার সময় রাস্তা ফাঁকা থাকায় অনেকে প্রাণে রক্ষা পেয়েছেন।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম জানান, মাহমুদ হাসান পিন্টু নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন ওই ছয়তলা ভবনের ছাদের ওপর ইট দিয়ে রেলিং দেওয়া হয়। ছাদের উত্তর-পশ্চিম পাশে ইট দিয়ে ফাঁকা ফাঁকা করে সরু রড দেওয়া ছিল। এগুলো রেলিংয়ের ধরে রাখার ক্ষমতা ছিল না।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
ঢামেকে কারাবন্দির মৃত্যু
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
সর্বশেষ খবর
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ
দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংককে বাড়তি ক্ষমতা
ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদনদুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংককে বাড়তি ক্ষমতা
অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু: ডিএনসিসি প্রশাসক
অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু: ডিএনসিসি প্রশাসক
সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেলের মনোনয়নপত্র জমা, স্বতন্ত্র ৬ প্রার্থী
বিজিএমইএ’র নির্বাচনসম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেলের মনোনয়নপত্র জমা, স্বতন্ত্র ৬ প্রার্থী
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা