গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর উপলক্ষে বগুড়ায় মেরামত কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’-স্লোগানকে সামনে নিয়ে মোবাইল মেইনটেনেন্সের আওতায় সারা দেশব্যাপী মেরামত কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার দুইশ কিলোমিটার রাস্তার পোটহোলসহ অন্য মেরামত কাজ সম্পন্ন করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার বগুড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সৈয়দ মো. সাইফুল ইসলাম। এ সময় এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী কাজী সাইফুল কবীরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলজিইডি বগুড়া কার্যালয় সুত্রে জানা গেছে, জেলার ১২ উপজেলায় এই মেরামত কাজ করা হবে। রাস্তার মধ্যে থাকা খানাখন্দ, ভাঙা রাস্তা সংস্কার করা হচ্ছে।
বগুড়া সদর উপজেলা প্রকৌশলী জানান, বগুড়া সদরে ২৬ কিলোমিটার রাস্তায় মেরামত কাজ চলছে। যেসব রাস্তা ভেঙ্গে গেছে, কার্পেটিং উঠে গেছে, সেসব এলাকায় কাজ শুরু হয়ে গেছে।
এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী কাজী সাইফুল কবীর জানান, বগুড়া জেলায় দুইশ কিলোমিটার রাস্তায় খানা খন্দসহ অন্য ছোটখাটো মেরামত কাজ মোবাইল মেইনটেনেন্সের মাধ্যমে শুরু হয়েছে।
বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সারা দেশে রাস্তার মেরামত কাজ শুরু হয়েছে। সদর উপজেলার যেসব রাস্তায় খানাখন্দ বা ভেঙে গেছে তার তালিকা করে মেরামত কাজ প্রক্রিয়াধীন রয়েছে।